ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ভালুকায় এইচ এস সি ও সমমানের পরিক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় একই সিটে বসে একই সেটে (MCQ) এমসিকিউ পরিক্ষা দেওয়ার দায়ে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ১জন প্রভাষককে শিক্ষার্থীদের সহযোগিতা করার দায়ে বহিষ্কারের নিদের্শনা দিয়েছেন।
রবিবার সকাল প্রথমে দিনে ভালুকা উপজেলার সায়েরা সাফায়াত স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে দশজন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং একজন প্রভাষককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আলীনূর খান।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় এবং এতে সহায়তা করায় ১০ পরীক্ষার্থী ও এক শিক্ষকের ব্যাপারে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ প্রভাষক সাদিকুর রহমান। পরীক্ষার্থীরা হলেন, মর্নিং সান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
আরও পড়ুন >> ময়মনসিংহ ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
৩০ জুন রবিবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবছর ২০২৪ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী -৭৮৩৯৩ জন। ময়মনসিংহে ৪৬ সেন্টারে ১৪৬ টি কেন্দ্রে -৩৮২৯৮ জন, নেত্রকোনা ২১ সেন্টারে ৪৭ কেন্দ্রে -১৪৫৪২ জন,জামালপুর ২৪ সেন্টারে ৭২ কেন্দ্রে ১৬৬৪৭ জন, শেরপুর ৮ সেন্টারে ২৯ কেন্দ্রে -৮৯০৬ জন পরীক্ষার্থী ।
এর মধ্যে ছাত্রীর সংখ্যা -৩৭৭৭০ জন ও ছাত্রসংখ্যা -৪০৬২৩ জন । মোট ৪ জেলার ৯৯ সেন্টারে ২৯৪ কেন্দ্রে -৭৮৩৯৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করবে।