নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান ৯ সেপ্টেম্বর ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সভাটি ময়মনসিংহ পুলিশ লাইনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারফাস শেডে (কল্যাণ শেড) অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই সভায় নবাগত ডিআইজি তার বক্তব্যের শুরুতেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অনেক রক্ত ঝরেছে। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন, ছাত্র আন্দোলন, এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থান, সবক্ষেত্রেই ছাত্রদের সাহসিকতা ও ত্যাগের দৃষ্টান্ত রয়েছে। তিনি আন্দোলনে শহীদ পুলিশ সদস্য ও সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ডিআইজি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তারা তাদের লেখনীর মাধ্যমে পুলিশকে জনগণের আস্থা ফিরিয়ে আনার কাজে ভূমিকা রাখেন। তিনি পুলিশ বাহিনীর মধ্যে যারা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে, তাদেরকে আবার সক্রিয় করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, পুলিশ আর বাদী হয়ে মামলা করবে না। এখন থেকে প্রমাণিত অভিযোগ ছাড়া কোনো গ্রেপ্তার হবে না।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

সভায় ময়মনসিংহের নবনিযুক্ত পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম স্বাগত বক্তব্য দেন এবং বলেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের সহযোগী। তিনি সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একসাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন >> সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ময়মনসিংহের ধর্মীয় নেতৃবৃন্দের আলোচনা সভা

এ সভাটি সঞ্চালনা করেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম ফকির। সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *