পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষে ময়মনসিংহ রুটে চলাচল করবে কয়েকজোড়া ময়মনসিংহ ঈদ স্পেশাল ট্রেন এবং রেগুলার ট্রেনগুলোর বন্ধ ও খোলার সময় জেনে রাখুন।
ঢাকা দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন
ঢাকা -দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ঈদের সময়ে চলাচল করবে এই বিশেষ ট্রেনটি। ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছাড়বে সকাল ০৯.৩০ মিনিটে। এবং দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে বিকেল ০৪.৩০ মিনিটে। এই স্পেশাল ট্রেনটি ০৫ এপ্রিল ২০২৪ ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দিন হতে ৫দিন চলাচল করবে।
চট্রগ্রাম ময়মনসিংহ স্পেশাল ট্রেন
ময়মনসিংহ থেকে চট্রগ্রামে ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য চট্রগ্রাম -ময়মনসিংহ -চট্রগ্রাম রুটে একটি বিশেষ ট্রেন দেওয়া হবে। স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে রাত ০৮.০০ মিনিটে এবং ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল ০৯.০০ মিনিটে । চট্রগ্রাম-ময়মনসিংহ স্পেশাল ট্রেনটি ০৫ এপ্রিল ২০২৪ হতে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দিন হতে ৫দিন চলাচল করবে।
শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন
প্রতিবারের ন্যায় এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজ আদায়ের জন্য ময়মনসিংহ থেকে চলবে এই শোলাকিয়া স্পেশাল ট্রেনটি।
শোলাকিয়া স্পেশাল ট্রেনটি ময়মনসিংহ থেকে ছাড়বে ০৫.৪৫ মিনিটে এবং নামাজ শেষে কিশোরগঞ্জ থেকে ছাড়বে ১২.০০ টায়।
আরও পড়ুন>> ময়মনসিংহের তাকান্দায় সড়ক দূর্ঘটনায় ভাই-বোন নিহত
ট্রেনের অফ ডে স্থগিত ও বন্ধের বিষয়ে
আগামী ০৩ এপ্রিল ২০২৪ তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ময়মনসিংহ অঞ্চলের কোনো আন্তঃনগর ট্রেনের অফ-ডে থাকবে না। ঈদের পর যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে।
পবিত্র ঈদের দিন সকল ধরনের সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র, ঢাকা-চট্রগ্রাম গামী ১আপ/২ডাউন এবং ঢাকা-দেওয়ানগঞ্জ গামী ৫৫আপ/৫৬ডাউন ভাওয়াল চলাচল করবে।
ঈদের পরের দিন আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস এবং মোহনগঞ্জএক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে।
ঈদের পরের দিন সকালবেলা থেকে যমুনা, ব্রহ্মপুত্র, হাওর, ৩৭আপ/৩৮ডাউন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে যাবে।