ময়মনসিংহের ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং এর সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবু তাহের।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর শেষদিনে বিশেষ অতিথি ছিলেন আনন্দমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আমান উল্লাহ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহসিনা খাতুন ও বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার।

প্রতিযোগিতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ের ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ময়মনসিংহ
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিরা

পুরস্কার বিতরণের আগে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” শ্লোগান ধারণ করে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার কোন বিকল্প নেই।

উদ্ভাবনা এবং অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন : https://www.facebook.com/share/v/QLqroxmHe5ZLCKhn/?mibextid=oFDknk

ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠানটি বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সেমিনারে অলি ধূমকেতু এক্স এর উদ্ভাবক নাহিয়ান আল রহমান বলেন, “প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তার উপর ভিত্তি করে আমরা রকেট তৈরি করি। পৃথিবীর ১৩তম দেশ হিসেবে বাংলাদেশ ক্রাইজোনিক রকেট ইঞ্জিন উদ্ভাবনের সক্ষমতা অর্জন করেছে।”

আরও পড়ুন >> এসএসসি রেজাল্ট ২০২৪ ময়মনসিংহ বোর্ড : দেখে নিন বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকৃবির প্রফেসর ড. মোঃ আজিজুর রহমান।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *