ময়মনসিংহের তারাকান্দায় বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসে থাকা ভাই-বোন নিহত হন।
আজ ৩১ মার্চ রবিবার ময়মনসিংহের তাকান্দা উপজেলার দক্ষিন বাজার নামক স্থানে জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ভাই-বোন নিহত হয় এবং মা বাবা সহ আরও তিনজন আহত হয়েছে।
স্থানীয়দের থেকে প্রাথমিক ধারনা করা হয় দুর্ঘটনার কবলে পড়া মাইক্রোবাসে করে একই পরিবারের সদস্যরা যাচ্ছিলেন এবং ঠিক তখনি ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি গোয়াতলার দিকে যাচ্ছিল। তারাকান্দার দক্ষিন বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে আসার পর বাসের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ডানদিকের একপাশের সাথে মাইক্রোবাসটির পিছনের দিকে আঘাত করে। ঘটনাস্থলেই ভাই-বোন নিহত হয় এবং মা-বাবা সহ তিনজন আহত হয়।
জামান ফিলিং স্টেশনের সেই সময়ের সিসিটিভি ফুটেযে দেখা যায় যে বৃষ্টির কারনে রাস্তাটি ভেজা ছিল। রাস্তার একপাশ দিয়ে ঢাকা থেকে গোয়াতলাগামী “মিঠুন সুপার” বাসটি যাচ্ছিল, ঠিক তখনি মাইক্রোবাসটি বামে দিকে চাপার চেষ্টা করে। বামদিকে চাপার ফলে মাইক্রোবাসটির সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে গেলেও মাইক্রোবাসের পিছনের অংশের সাথে বাসের সংঘর্ষ ঘটে। সিসিটিভি ফুটেজ থেকে আরও দেখা যায় সংঘর্ষ ঘটার পর মাইক্রোবাসটি রাস্তার এক পাশে এসে থেমে পড়ে। তখন ফিলিং স্টেশনে থাকা স্থানীয়রা দৌড়ে গিয়ে দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করতে ছুটে যায় এবং তখনি সেই মাইক্রোবাসের সামনের সিট থেকে এক বেরিয়ে আসে।
এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং বাকী আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় নিহত ভাই-বোন হলেন , শেরপুরের শ্রীবরদী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগমের ছেলে আনাছ আহনাফ (৩) এবং মেয়ে মাশুরা মোকাদ্দেছ তানাছ (১৫)।
আরও পড়ুন>> ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন
তারাকান্দার ওসি ওয়াজেদ আলী ঘটনাটি নিশ্চিত করেন। তিনি আরও বলেন ঘটনাটি জানার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাসটিকে আটক করে। বর্ত্মানে বাস এবং মাইক্রোবাসটি তারাকান্দা থানায় রয়েছে।