ময়মনসিংহে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি ক্যাম্পেইন

ময়মনসিংহে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের বিরুদ্ধে সহিংসতা রোধ এবং কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সুস্থতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কমিউনিটি ক্যাম্পেইন আয়োজন করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। এছাড়াও ইউনিসেফ বাংলাদেশ ময়মনসিংহের ‘সামাজিক আচরণ পরিবর্তন বিশেষজ্ঞ’ আমান উল্লাহ রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. শহীদুল ইসলাম বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের যদি সহিংসতা, বাল্যবিবাহ বা অন্য কোনো কারণে ঝরে যেতে হয়, তাহলে তা পরিবার ও রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি।” তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যেন তারা অন্তত উচ্চ মাধ্যমিক শেষ করে বিয়ের সিদ্ধান্ত নেয়। তিনি আরও উল্লেখ করেন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহ ঘটলে সবাইকে টোল ফ্রি নম্বর ১০৯ অথবা ৯৯৯ এ কল দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এসব ভিডিওতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আচরণ, জনপ্রতিনিধিদের বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা, শিশুদের খেলার স্বাধীনতা এবং তাদের প্রতি সম্মানজনক আচরণ বজায় রাখার বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া, ভিডিওগুলোতে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, শিশুদের নিরাপত্তা এবং কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কিত বিষয়ও উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা এসব থেকে অনুপ্রাণিত হয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন হওয়ার শপথ নেয়।

আরও পড়ুন >> নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

প্রায় ৬০ জন শিক্ষার্থী প্রতিটি সেশনে অংশগ্রহণ করে এবং স্কুলের প্রধান শিক্ষক মোজাফফর আহমেদসহ অন্যান্য শিক্ষক এবং স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই কমিউনিটি ক্যাম্পেইন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়েও অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *