ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে সাথে ব্রহ্মপুত্র পাড়ের হাত পা মুখ বাঁধা সেই অজ্ঞাত লোকটির পরিচয় জানা গাছে।
আজ ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ৮ টার দিকে ব্রহ্মপুত্র পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মরদেহটির হাত মুখ বাঁধা অবস্থায় ছিল। এরপর স্থানীয় এবং পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা ঘটনাটি পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে মরদেহটিকে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
নিহত ব্যক্তিটির নাম হাসেম মিয়া, পেশায় একজন মিশুক চালক এবং বয়স আনুমানিক ২৫-২৬। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে খুনের ঘটনাটি মিশুক ছিনতাই করার জন্যেই। ধারনা করা হয় গতকাল রাতে হাসেম মিয়া ছিনতাইকারীর কবলে পড়ে যায় এবং এরপর হাসেম মিয়াকে ছুড়িকাঘাত করা হয়, এক পর্যায়ে হাসেম মিয়া নিহত হলে তার হাত পা বেঁধে জয়নুল আবেদীন পার্কের পাশে ব্রহ্মপুত্র পাড়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। তবে সুস্পষ্ট ঘটনা এখনো জানা যায়নি কোতোয়ালি মডেল থানা থেকে। পরিবার থেকে জানা যায় হাসেম মিয়ার সাথে শেষবার গতকাল রাত ১২ টায় কথা হয়েছিল।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সকালে জয়নুল আবেদীন পার্কে ঘুরতে আসা লোকেরা ব্রহ্মপুত্রের পাড়ে একটি লাশ দেখতে পায়। আরও জানান খবরটি পাওয়ার পর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেয়া হয়।
আরও পড়ুন>> ময়মনসিংহে চাঁদাবাজির অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করছে র্যাব-১৪
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ ওসি মাইন উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।