টাঙ্গাইল, ১২ সেপ্টেম্বর ২০২৪: টাঙ্গাইল জেলায় ইতিহাসের দ্বিতীয়বারের মতো নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শরীফা হক । তিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন, বিদায়ী জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করেন। শরীফা হক ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসনে যোগদান করেছিলেন এবং এর আগে সেতু বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
টাঙ্গাইল জেলার ৫৪ বছরের ইতিহাসে এটি দ্বিতীয়বার যখন একজন নারী জেলা প্রশাসক পদে আসীন হলেন। এর আগে তাকে নীলফামারী জেলার প্রশাসক হিসেবে বদলি করা হলেও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রাষ্ট্রপতির নির্দেশে ১১ সেপ্টেম্বর তাকে টাঙ্গাইলে বদলি করা হয়।
দায়িত্ব গ্রহণের পর শরীফা হক বলেন, “টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে কাজ করা আমার জন্য অত্যন্ত সম্মানের। এই জেলা আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূতিকাগার, আর এর আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ফকির-সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাসে সমৃদ্ধ। টাঙ্গাইলের পথে-প্রান্তরে ছড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষদের বীরত্বগাথা ও প্রাচীন ঐতিহ্যের স্মৃতি।”

তিনি আরও উল্লেখ করেন, “টাঙ্গাইলের তাঁতশিল্প, কাঁসা ও পিতল শিল্প, পোড়াবাড়ির মিষ্টি—এই জেলার এসব ঐতিহ্য দেশজুড়ে প্রশংসিত। এ অঞ্চলের সুনাম ধরে রাখা এবং তার সঙ্গে সরকারের নীতি বাস্তবায়নই আমার প্রধান দায়িত্ব। আমরা টাঙ্গাইলের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাব।”
শরীফা হক তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, টাঙ্গাইলের উন্নয়নকে ত্বরান্বিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন এবং সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। “একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইল জেলার সামগ্রিক উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ,” তিনি বলেন।
আরও পড়ুন>> ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশে হুশিয়ারি
এ দায়িত্ব পালনে শরীফা হক টাঙ্গাইলবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন, যেন জেলার উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে আরও বেগবান করা যায়।