ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামীম হোসেন এবং ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগর পূজা উদযাপন কমিটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় দুর্গাপূজা চলাকালীন পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জানান, প্রতিমা তৈরির স্থান, মন্দির এবং এর আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। নিরাপত্তার জন্য সাদা পোশাকধারী পুলিশ সদস্যদেরও নিয়োগ দেওয়া হবে।
ময়মনসিংহ জেলায় মোট ২৭৩টি গুরুত্বপূর্ণ, ৩৬৮টি মাঝারি গুরুত্বপূর্ণ এবং ৮১২টি সাধারণ পূজামণ্ডপ রয়েছে। এগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় মোবাইল টিম টহল দেবে। পাশাপাশি, হোন্ডা মোবাইল ডিউটি এবং গোয়েন্দা পুলিশের পাঁচটি টিমও সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
বিশেষ করে বিসর্জনের দিনে নদীতে পুলিশের নৌ টহল চালানো হবে এবং ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবুরি টিম দুর্ঘটনা এড়াতে প্রস্তুত থাকবে। পূজার সময় বিভিন্ন থানায় কন্ট্রোল রুম স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে।
এছাড়াও, ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ কাজ করবে এবং নারী দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নারী পুলিশ নিয়োগ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কার্যক্রম চালাবে।
পূজার সময় শহরের ফুটপাতের অবৈধ দোকানগুলো বন্ধ রাখা হবে যাতে জনসাধারণের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। বড় মার্কেটগুলোতে ছিনতাই এবং চুরি রোধে পুলিশি নজরদারি বাড়ানো হবে।
আরও পড়ুন >> ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা নিহত
সবশেষে, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়মিত মনিটরিং করা হবে। পুলিশ সুপার, উৎসবমুখর দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা প্রদানে সবার সহযোগিতা কামনা করেছেন।