ময়মনসিংহের ” চব্বিশের গনঅভ্যুত্থানে আমাদের নজরুল ” বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল ইনস্টিটিউট আয়োজিত ” চব্বিশের গনঅভ্যুত্থানে আমাদের নজরুল ” শিরোনামের জাতীয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো ময়মনসিংহে। এই প্রতিযোগিতায় স্থানীয় অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার এবং অফিসিয়াল সনদ প্রদান করা হয় নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে।

চব্বিশের গনঅভ্যুত্থানে আমাদের নজরুল – এর রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও গীতিকার, কবি, ঔপন্যাসিক মো. লতিফুল ইসলাম শিবলী। তিনি নজরুলের আদর্শ ও চেতনা শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “আমাদের চেতনায় ও জীবনে নজরুলের প্রেরণা ছড়িয়ে দেওয়া হবে আমাদের প্রধান লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান, নজরুল গবেষক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স); নাট্যজন শাহাদাত হোসেন খান হিলু; এবং ময়মনসিংহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাগরের পিতা জনাব আসাদুজ্জামান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও লেখক মো. জেহাদ উদ্দিন।

চব্বিশের গনঅভ্যুত্থানে আমাদের নজরুল
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জনাব মো লতিফুল ইসলাম শিবলী 

ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মফিদুল আলমের হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং রেডিও ১৯ ও ময়মনসিংহ টিভির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন রেডিও ১৯ ও ময়মনসিংহ টিভির প্রধান নির্বাহী রাসেল রনি। অনুষ্ঠানটি ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন >> এইচএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ড ২০২৪ ফলাফল বিশ্লেষণ

প্রধান অতিথির বক্তব্যে শিবলী আরও উল্লেখ করেন, “শৈশবের স্মৃতিবিজড়িত নজরুলের ময়মনসিংহে আজকের এই যাত্রা আমরা সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে চাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ব্র্যান্ডিং করার মাধ্যমে তার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি।”

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *