নজরুল ইনস্টিটিউট আয়োজিত ” চব্বিশের গনঅভ্যুত্থানে আমাদের নজরুল ” শিরোনামের জাতীয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো ময়মনসিংহে। এই প্রতিযোগিতায় স্থানীয় অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার এবং অফিসিয়াল সনদ প্রদান করা হয় নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে।
চব্বিশের গনঅভ্যুত্থানে আমাদের নজরুল – এর রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও গীতিকার, কবি, ঔপন্যাসিক মো. লতিফুল ইসলাম শিবলী। তিনি নজরুলের আদর্শ ও চেতনা শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “আমাদের চেতনায় ও জীবনে নজরুলের প্রেরণা ছড়িয়ে দেওয়া হবে আমাদের প্রধান লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান, নজরুল গবেষক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স); নাট্যজন শাহাদাত হোসেন খান হিলু; এবং ময়মনসিংহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাগরের পিতা জনাব আসাদুজ্জামান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও লেখক মো. জেহাদ উদ্দিন।
ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মফিদুল আলমের হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং রেডিও ১৯ ও ময়মনসিংহ টিভির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন রেডিও ১৯ ও ময়মনসিংহ টিভির প্রধান নির্বাহী রাসেল রনি। অনুষ্ঠানটি ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন >> এইচএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ড ২০২৪ ফলাফল বিশ্লেষণ
প্রধান অতিথির বক্তব্যে শিবলী আরও উল্লেখ করেন, “শৈশবের স্মৃতিবিজড়িত নজরুলের ময়মনসিংহে আজকের এই যাত্রা আমরা সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে চাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ব্র্যান্ডিং করার মাধ্যমে তার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি।”