শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে একটি মাল্টিমিডিয়া প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহে। “চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রচারণা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা তানজিয়া বলেন, “বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন পূরণ করতে হলে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের সত্ত্বেও দেশে বাল্যবিবাহের হার অনেক বেশি, যা বিশ্বে অন্যতম। ২২ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে অর্ধেকের বেশি তাদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহিত হন।” তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারের উচিত শিশুদের প্রতি সহনশীল আচরণ করা এবং কঠোর শাসন এড়ানো, কারণ এটি সহিংসতার শামিল।”
ইউনিসেফ ময়মনসিংহ চিফ ফিল্ড অফিসার মোহাম্মদ ওমর ফারুক বলেন, “১৮ বছরের নিচে যেকোনো শারীরিক বা মানসিক নির্যাতন, যৌন হয়রানি, অবহেলা বা বাল্যবিবাহ শিশুর বিরুদ্ধে সহিংসতা হিসেবে বিবেচিত হয়। তাই আমাদের শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে এবং তাদের জন্য নিরাপদ ও মজাদার শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে নানা দিকনির্দেশনা তুলে ধরেন।
আরও পড়ুন >> ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে মতবিনিময় সভা
এই উদ্যোগের মাধ্যমে শিশুদের সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।