শান্তির জন্য আমাদের করনীয়, বৈশ্বিক লক্ষ্য পূরণে আমাদের করনীয়
এই মূলসরকে প্রতিপাদ্য করে বিশ্বের বিভিন্ন দেশের মতো ময়মনসিংহে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৩ উদযাপন করেছে।
শান্তি দিবস ২০২৩ উপলক্ষে তিন দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩ টায় শান্তি পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এই শান্তি পদযাত্রা কাচিঝুলি মোড় থেকে শুরু করে টাউন হল প্রদক্ষিন করে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এসে শেষ হয়। শান্তি পদযাত্রা শেষে দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন >> অক্টোবরে শুরু হচ্ছে ময়মনসিংহ আর্চ স্টিল ব্রীজ এর কাজ
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৩ উদযাপন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার সভাপতি মিঃ অরণ্য চিরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার এর নির্বাহী পরিচালক রাজন বীন, রেবেকা সুলতানা নির্বাহী পরিচালক অন্যচিত্র উন্নয়ন সংস্থা এবং আরও অনেকে।
স্বাগত বক্তব্য প্রদান করেন শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং।