ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে ভুয়াপুর অভিমুখী “জামালপুর এক্সপ্রেস” ট্রেনের তিনটি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায়।
আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও-ধলা স্টেশনের মাঝামাঝি স্থানে চারিপাড়া বড়তলা পর্যন্ত আসার পর চলন্ত অবস্থায় গাড়ির পেছনের দিকের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা- মময়মনসিংহ রেলযোগ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
এরপর দুপুর ২:১৫ মিনিটের দিকে বগি তিনটির পার্টিং লাগিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় “জামালপুর এক্সপ্রেস” ট্রেনটি।

আরও পড়ুন >> আজ ময়মনসিংহে এমন আবহাওয়ার কারন জানালো আবহাওয়া অধিদপ্তর