সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজে থাকা নিহত মা ও সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু -র পরিচয় পাওয়া গেছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বেপরোয়া গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার দেড় বছর বয়সী শিশু। নিহত নারীর নাম জায়েদা খাতুন (৩২)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খুশিউড়া গ্রামের মো. রমিজ উদ্দিনের মেয়ে। আহত শিশুটির নাম মেহেদী হাসান।
জানা গেছে, জায়েদা খাতুন তার দেড় বছর বয়সী শিশু মেহেদী হাসানকে নিয়ে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ৯ই মে রাত ৩টার দিকে রাস্তা পারাপার করার সময় একটি বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই জায়েদা খাতুন মারা যান। তবে সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু সন্তান মেহেদী হাসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহত জায়েদা খাতুনের বড় ভাই মো. রবিন মিয়া জানান, ফেসবুকের মাধ্যমে তারা বোনের মৃত্যুর খবর পান। থানা পুলিশের সাথে যোগাযোগ করে তারা মরদেহ গ্রামে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছেন।
আরও পড়ুন >> ময়মনসিংহে রবীন্দ্রনাথ ঠাকুর : স্মৃতিবিজড়িত এক অধ্যায়
গত ৯ই মে রাত ৩টার দিকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় রাস্তা পারাপার করার সময় জায়েদা খাতুন যানবাহনের ধাক্কায় নিহত হন। এ ঘটনায় তার সাথে থাকা শিশু মেহেদী হাসান মাথায় আঘাত পেয়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।