ময়মনসিংহ জেলা যুবমহিলা লীগ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

বিতর্কিত ভিডিও ফাঁসের ঘটনায় ময়মনসিংহ জেলা যুবমহিলা লীগ এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (৭মে) বাংলাদেশ যুব মহিল লীগের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে কমিটি বিলুপ্তির খবরটি জানা যায়।

জেলা যুবমহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকার ও রানী ইসলামের একটি অনৈতিক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে রানী ইসলাম, স্বপ্না খন্দকারসহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দায়ের করেন।

মামলা ও অভিযোগ:

  • রানী ইসলাম বাদী হয়ে গত ২মে স্বপ্না খন্দকারসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে সাইবার ক্রাইম মামলা দায়ের করেন।
  • আদালতের নির্দেশে মামলাটি কোতোয়ালী মডেল থানায় এফআইআর করা হয়েছে।
  • রানী ইসলাম অভিযোগ করেন, স্বপ্না খন্দকার তাকে প্রতারণা করেছেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।
  • রানী আরও অভিযোগ করেন, স্বপ্না খন্দকার রাজনৈতিক প্রভাব ফেলে বিভিন্ন নারীকে জিম্মি করে টাকা আদায় করে থাকেন।

গত ৬ মে সংবাদ সম্মেলনে রানী ইসলাম যা বলে:

  • রানী ইসলাম গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বপ্না খন্দকারের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
  • সংবাদ সম্মেলনে রানী ইসলাম বলেন, “আমার মতো আরও অনেক নারী স্বপ্না খন্দকারের ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। কিন্তু ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না।”
  • রানী দাবি করেন, স্বপ্না খন্দকার রাজনীতির আড়ালে অপরাধ করে টাকা আদায় করে থাকেন।

কেন্দ্রীয় যুবমহিলা লীগের পদক্ষেপ:

  • কেন্দ্রীয় যুবমহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ জেলা যুবমহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
  • বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলা যুবমহিলা লীগ
বাংলাদেশ যুবমহিলা লীগের প্রেস বিজ্ঞপ্তি

 

আরও পড়ুন >> কলসিন্দুরের নারী ফুটবলারদের জার্সি ও ফুটবল উপহার

তবে এ ব্যাপারে ময়মনসিংহ জেলা যুবমহিলা লীগ এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারের বক্তব্য এখনো জানা যায় নি।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *