ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মনিরুজ্জামান আজ ভালুকায় এক সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
আজ ১২ ফেব্রুয়ারি সোমবার এসআই মনিরুজ্জামান আজ একটি মামলার সাক্ষ্য দিতে নারায়ণগঞ্জ যায়। সাক্ষ্য দেওয়ার পরে নারায়ণগঞ্জ থেকে একটি মাইক্রোবাস করে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডে ভালুকা উপজেলার ভরাডোবা নামক এলাকায় হঠাৎ করে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পাশের একটি খাদে পড়ে যায়। এরপর স্থানীরা ঘটনাস্থল থেকে এসআই মনিরুজ্জামান এবং তার সাথে থাকা ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এসআই মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে জানা যায় গাড়ি খাদে পরে যাওয়ার পর মনিরুজ্জামানের মুখ কাঁদার ভেতর আটকে যায়, যার ফলে শ্বাস নিতে ব্যহত হন এবং মৃত্যু ঘটে। তবে এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত তথ্য পরে জানানো হবে। মনিরুজ্জামানের সাথে থাকা মাইক্রোবাস চালক আহত হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন >> জিআই পন্য হিসেবে স্বীকৃতি পেল ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা
এসআই মনিরুজ্জামানের বাড়ি শেরপুর সদর উপজেলার দুবারচর নামের একটি গ্রামে। তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (SI) পদে কর্মরত ছিলেন।