ময়মনসিংহের যানজট নিরসনে যে পদক্ষেপগুলো নেওয়া হলো

ময়মনসিংহের যানজট নিয়ে দীর্ঘদিন ধরেই বসবাসকারী নাগরিকদের বিভিন্ন অভিযোগ রয়েছে। অনেকে আবার রাজধানীর ঢাকার যানজটের মতো মনে করছেন ময়মনসিংহ শহরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে। কয়েকবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ ময়মনসিংহের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হলেও তেমন একটা উন্নতির দেখা মেলেনি।

তবে আজ ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে যানজট নিরসনের জন্য নতুন করে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ময়মনসিংহের যানজট নিরসনে যে পদক্ষেপগুলো গৃহীত হয়েছে তা হলো:

  1. শালবন পরিবহন : মেডিকেল কলেজ গেট এবং চরপাড়া মোড় থেকে ইউ-টার্ন নেওয়ার কারণে যানজটের সৃষ্টি হতো। আজ থেকে এই যানবাহনগুলোকে মাসকান্দা বাসস্ট্যান্ডে নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে। মাসকান্দা বাস টার্মিনালের ভেতরে এই যানবাহনগুলো সারিবদ্ধভাবে দাঁড়াবে এবং সেখান থেকে যাত্রী তুলে সরাসরি রাস্তায় বের হবে। যাত্রী তোলার ক্ষেত্রে সময় অপচয় না করে, নির্ধারিত যাত্রী নিয়ে গেট বন্ধ করে তারা বের হবে এবং দিঘারকান্দার কাছে গিয়ে পুনরায় গেট খুলে যাত্রী তুলবে।
  2. চরপাড়া মোড়ের সিএনজি ও মহেন্দ্র স্ট্যান্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জন্য মাসকান্দা বাসস্ট্যান্ডের কাছাকাছি ১০-২০ গজ সামনে একটি নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে। সেখানে তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। তবে দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগী বহনকারী সিএনজি চরপাড়া মোড়ে আসতে পারবে এবং রোগী নামিয়ে আবার মাসকান্দায় ফিরে যাবে। চরপাড়া মোড়ে যাতে সিএনজি দাঁড়িয়ে না থাকে, সে জন্য সিএনজি চালকরা নিজেদের উদ্যোগে নজরদারি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
  3. মেডিকেল কলেজের সামনে এম্বুলেন্সগুলো যেভাবে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকত, তা নিয়ন্ত্রণের জন্য তাদেরকে মাসকান্দা পার হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে একটি নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে তারা সিরিয়াল অনুযায়ী অবস্থান করবে, এবং ৫টি এম্বুলেন্স ও ২টি লাশবাহী গাড়ি পর্যায়ক্রমে মেডিকেল প্রাঙ্গণে দাঁড়াবে। এই ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য উপ-পরিচালক জাকিউল সাহেব কাজ করছেন।
  4. চরপাড়া মোড়ে বাটার সামনে ইজিবাইকের জন্য আলাদা একটি লেন তৈরি করা হয়েছে। ইজিবাইকগুলো যাত্রী তোলার জন্য এই লেনে দাঁড়াবে, আর যেসব ইজিবাইক যাত্রীবাহী, তারা এই লেনে প্রবেশ না করে সোজা রাস্তা দিয়ে চলে যাবে।

আরও পড়ুন >> মমেকে প্রথমবারের মতো স্থায়ী পেসমেকার সফলভাবে স্থাপন

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *