ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনতলা ব্রীজের নিচ থেকে সৌরভ নামের একট যুবকের চারখন্ড দেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ, ২ জুন: ময়মনসিংহের সদর উপজেলার মনতলা সেতুর নীচে সুতিয়া নদী থেকে রোববার (২ জুন) সকালে চারখন্ড দেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের বলে শনাক্ত করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে খণ্ডিত মরদেহ নদীতে ফেলা হয়েছে।
ঘটনার বিবরণ:
স্থানীয়রা রোববার সকালে নদীর ধারে একটি বাজারের ব্যাগে রক্তাক্ত খণ্ডিত মাথা এবং নদীর ভেতরে একটি লাগেজ ভেসে বেড়াতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ লাগেজ থেকে দেহের আরও চার টুকরা উদ্ধার করে। জানা যায় নিহত সৌরভ তার চাচাতো বোনকে বিয়ে করার ফলে এ ঘটনার সুত্রপাত হয়। নিহত সৌরভের চাচা-চাচি সেই বিয়ে মেনে নেয়নি এবং তাদের মেয়েকে কানাডা পাঠিয়ে দেয়। চাচা এবং চাচি সৌরভকে তাদের বাসায় ডেকে নিয়ে হত্যা করে এবং চার খন্ড করে ব্যাগে করে মনতলা ব্রীজের নিচে ফেলে দেয়।
পরিচয় শনাক্ত:
পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ শনাক্ত করা হয়। নিহত ওমর ফারুক সৌরভ রাজধানী ঢাকার মতিঝিল এলাকার বাসিন্দা এবং রাজধানী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

প্রাথমিক তদন্ত:
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে যে, ওমর ফারুক সৌরভকে হত্যা করে খণ্ডিত মরদেহ নদীতে ফেলা হয়েছে। ঘটনার সঠিক কারণ ও দায়ীদের শনাক্তে পুলিশ ডিবি পুলিশের সাহায্য নিয়েছে।
আরও পড়ুন >> ময়মনসিংহে আলতাব হত্যার মূলহোতা গ্রেফতার, অস্ত্র উদ্ধার
হত্যা মামলা:
নিহতের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে যে, দ্রুততম সময়ে আইনের আওতায় অপরাধীদের বিচার করা হবে।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।