ঢাকা-ময়মনসিংহ রুটে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লেগে যায়।
খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাটি ঘটেছিল সকাল ১০:৩০টার দিকে। প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছানোর পর এর পাওয়ার কারে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন>> ময়মনসিংহে গ্রেপ্তার আরসা সদস্যরা ভাড়া বাসায় থাকতেন ভিন্ন পরিচয়ে
এ বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন, “মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বগিটি সরিয়ে ফেলা হলে, প্রায় ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”