ময়মনসিংহে কামাল হত্যা মামলার প্রধান আসামী মোঃ ফয়সাল মিয়া(৩২)কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
নিহত কামাল মিয়া এবং প্রধান আসামী মোঃ ফয়সাল মিয়ারা প্রতিবেশী ছিলেন।কামরুন্নাহার এবং তার পরিবারের লোকজনদের সাথে তাদের বিরোধ চলে আসতেছিল।
পূর্ব শক্রতার জের ধরে গত ২৬ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল অনুমান ৫ টায় আসামীরা দলসহ দা, লোহার রড, সাবল, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়ীতে প্রবেশ করে অর্তকিতভাবে নিহত কামাল মিয়া(২৬)কে মারপিঠ করে গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম করে।
ঘটনা দেখে মোঃ মাইদুল ইসলাম এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও মারপিঠ করে গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম করে। পরে, কামরুন্নাহার এবং তার মেয়ে ও ছেলের বউ এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরকেও মারপিঠ করে রক্তাক্ত জখম করে। তিনিসহ তার পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
কামরুন্নাহারের ছেলে কামাল মিয়া(২৬)এর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরবর্তীতে, ছেলে কামাল মিয়া(২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ এপ্রিল ২০২৪ তারিখ সকাল অনুমান ১০ টায় মৃত্যুবরণ করেন। ঘটনার পর আসামীরা পলাতক ছিলেন
কামাল মিয়া (২৬) হত্যার ঘটনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।উক্ত হত্যাকান্ডের ঘটনায় আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-১৪, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী শুরু করে এবং ৩০ এপ্রিল ২০২৪ তারিখ ভোরে ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীর ভিটা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ ফয়সাল মিয়া (৩২)- কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুন >> আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৩-২৪ শুরু
ময়মনসিংহে কামাল হত্যা মামলার প্রধান আসামীকে আদালতে সোপর্দ করার জন্যে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র্যাবের প্রেস ব্রিফিং এ বিষয়টি জানানো হয়।