আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ

২০০০+ এইচএসসি শিক্ষার্থী, ৯০০+ অনার্স শিক্ষার্থী, ৩০০+ ডিগ্রি শিক্ষার্থী এবং ১০০ অভিজ্ঞ শিক্ষকের তত্বাবধানে শিক্ষা-কার্যক্রম চলছে Alamgir Monsur (minto)memorial College বা আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ ময়মনসিংহে।

নামআলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ
স্থাপিত১৯৬৯
 ই.আই.আই.এন111918
শিক্ষাক্রমউচ্চ মাধ্যমিক, অনার্স, ডিগ্রি
 এম.পি.ওহ্যা
ওয়েবসাইটhttps://ammc.edu.bd

নামকরনের ইতিকথা

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে, ২৪ জানুয়ারী শহিদ হন আলমগীর মনসুর মিন্টু

ঢাকা জেলার ধামরাই থানার অন্তর্গত কেলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই তরুণ মুক্তিযোদ্ধা।

নাসিরাবাদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৎকালীন তরুণ অধ্যাপক এবং বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মতিউর রহমান ছিলেন তার প্রিয় শিক্ষক।

শহিদ মিন্টুর স্মৃতি রক্ষার্থে, ১৯৬৯ সালেই প্রতিষ্ঠা করা হয় আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ ।

বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রতি শহিদ সৈয়দ নজরুল ইসলাম, তৎকালীন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া প্রমুখের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।

শিক্ষা ব্যবস্থা ও ভর্তি তথ্য :

উক্ত কলজে উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা তিনটি বিভাগেই শিক্ষা গ্রহনের ব্যবস্থা রয়েছে। কলেজ ভর্তি প্রক্রিয়া এখন অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি বেসরকারি কলেজ।

অর্থাৎ এই কলজে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স সম্পন্ন করতে পারবেন। এখানে বাংলা, ইংরেজি, গনিত, উদ্ভিদবিজ্ঞান, প্রানীবিজ্ঞান, ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞান থেকে অনার্স সম্পন্ন করতে পারবেন। অনার্সে ভর্তি আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এছাড়াও কলেজে ব্যচেলর ডিগ্রি করতে পারবেন।

বি.এ (পাস), বি.এস.এস. (পাস), এবং বি.বি.এস (পাশ) দ্বারা ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। ডিগ্রি আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন >> Mukul Niketon High School Mymensingh ভর্তি ও বিস্তারিত তথ্য

যোগাযোগ :

  • ঠিকানা : ১৮, সি.কে. ঘোষ রোড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
  • ফোন : +88-01734566662, +88-01714-784946
  • ইমেইল : alamgir_monsur@yahoo.com
  • ওয়েবসাইট : https://ammc.edu.bd/
শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *