Mukul Niketon High School Mymensingh ভর্তি ও বিস্তারিত তথ্য

Mukul Niketon High School Mymensingh হচ্ছে ময়মনসিংহে অবস্থিত একটি অন্যতম মাধ্যমিক বিদ্যালয়। ময়মনসিংহের প্রাণকেন্দ্রে মহারাজা রোডে প্রায় ১ একর জমির উপর বিদ্যালয়টি অবস্থিত। ১৯৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন ও ময়মনসিংহ জেলা মুকুল ফৌজ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

ইতিহাস

১৯৭০ সালে অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন এর হাত ধরে বিদ্যালয়টি অসহায়, গরীব, দুস্থ ছেলে-মেয়েদের বিনা বেতনে শিক্ষাদানের মাধ্যমে তার পথ চলা শুরু করে। বিদ্যালয়টির সাথে যুক্ত আছে মুকুল ফৌজের একনিষ্ঠ কর্মীগণ। বিদ্যালয়টি প্রথম যাত্রা শুরু করে বাঁশের টালাইয়ের বেড়া দেয়া ছাউনির নিচে। কাল ক্রমে আজ সেখানে হাজার হাজার ছাত্র-ছাত্রীর পদচারণা। Mukul Niketon High School Mymensingh অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে। যার মূল কারিগর হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন। Mukul Niketon High School Mymensingh জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।

অবস্থান

বিদ্যালয়টি ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত ১০, মহারাজা রোডে শ্রী শ্রী কানাই মন্দিরের পাশে অবস্থিত। এতে বর্তমানে ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক ভবন রয়েছে। বিদ্যালয়টিতে ছেলেদের জন্য আবাসিক ব্যবস্থা আছে।

মঙ্গল শোভাযাত্রা

পহেলা বৈশাখে সারাদেশ ব্যাপী মঙ্গল শোভাযাত্রা Mukul Niketon High School Mymensingh থেকে প্রতিবছর বিশাল র‍্যালী বের করা হয়ে থাকে। র‍্যালীটি মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ময়মনসিংহের বৈশাখী চত্ত্বর ও সার্কিট হাউজ এ সমাপ্ত হয়। প্রতি বছর এই বিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে যা ময়মনসিংহে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বহুল পরিচিত।

ভর্তি তথ্য

Mukul Niketon High School Mymensingh ভর্তির জন্য আপনাকে স্কুল কর্তৃক নির্ধারিত ফরম পুরন করে জমা দিতে হবে। ফরম এবং বিভিন্ন তথ্য স্কুল ক্যাম্পাসেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভর্তির সময় সরাসরি গিয়া উক্ত ফরম সংগ্রহ করতে পারবেন। অথবা ভর্তি সম্পর্কিত সকল নোটিশ ও নিয়মাবলি মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় এর ওয়েবসাইট এ পেয়ে যাবেন। সাইটের মেনুবারে Admission এ ক্লিক করলেই সকল তথ্য পেয়ে যাবেন।

যোগাযোগ

Mukul Niketon High School Mymensingh

ঠিকানা : ১০, মহারাজা রোড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ

মোবাইল : ০১৭১২-৪৯৪৩৩

ফোন : ০৯১-৬৭৪৯৬

ওয়েবসাইট : http://mukulniketonhs.edu.bd/

বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ

বিদ্যালয়ের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল বিতর্ক, প্রবন্ধ রচনা, নিবন্ধ, শিল্প ইত্যাদি এবং খেলাধুলা (সকার, ক্রিকেট, দাবা ইত্যাদি) সহ সাংস্কৃতিক ও পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে অংশগ্রহণ করা। প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। প্রায়শই, এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা 500 এর বেশি। স্কুলটি প্রথমবারের মতো 1992 সালে মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে জাতীয় টিভি স্কুল বিতর্কে অংশগ্রহণ করে। বিদ্যালয়টি নির্মাণ স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় এবং বিদ্যালয়ের খেলোয়াড়রা বিদেশ থেকে প্রশিক্ষণ নেয়।ছাত্র-ছাত্রীদের শিক্ষার্থী জীবনে নৈতিকতা, সামাজিক প্রজ্ঞান, উদ্যোগশীলতা এবং শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা উন্নত করতে বিদ্যালয় নিজস্ব প্রয়াস চালায়।

আরও পড়ুন >> Premier Ideal high school Mymensingh এর বিস্তারিত ও ভর্তি বিজ্ঞপ্তি

এক নজরে Mukul Niketon High School Mymensingh

  • প্রতিষ্ঠাকাল : ১ জানুয়ারী ১৯৭০ সন।
  • স্থান : ১০, মহারাজা রোড,সদর,ময়মনসিংহ।
  • প্রতিষ্ঠাতা সংগঠন : ময়মনসিংহ জেলা মুকুল ফৌজ।
  • মুখ্য ব্যক্তিত্ব্য : জনাব আমীর আহাম্মদ চৌধুরী রতন, তৎকালনি সচিব প্রধান,মুকুল ফৌজ ও সাবেক প্রধান শিক্ষক,মুকুল নিকেতন।
  • প্রতিষ্ঠাকালীন শ্রেণী সংখ্যা : ২টি (১ম ও ২য়)
  • এ শিক্ষার্থী সংখ্যা : ৪২ জন। সম্পূর্ণ অবৈতনিক।
  • ঐ শিক্ষক সংখ্যা : ৫ জন। অবৈতনিক ও অপেশাদার।
  • ঐ কর্মচারি সংখ্যা : ১ জন।
  • ঐ অবকাঠামো : ১টি ৪০ ফুট × ১২ ফুট পরিসরের দোচালা টিনের ঘর।
  • ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বিদ্যালয়ের একমাত্র ঘরটি ধ্বংসপ্রাপ্ত হয় যা’ ১৯৭২ সনের ফেব্রুয়ারি মাসে মেরামত করা হয় এবং বিদ্যালয় পরিচালনার জন্য মাসিক ৫০ (পঞ্চাশ) পয়সা হারে শিক্ষর্থীদের বেতন ধার্য করা হয়।

শ্রেনী ব্যবস্থাপনা

প্রত্যেক শ্রেণির প্রত্যেক শাখায় একজন শ্রেণি-শিক্ষক আছেন। শ্রেণি-শিক্ষক,প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রশাসনিক দায়িত্ব পালন ছাড়াও ঐ শাখার শৃঙ্খলা ,পরিস্কার-পরিচ্ছন্নতা, উপস্থিতি,পোশাক-পরিচ্চদ,ছাত্র-ছাত্রীদের নখ,চুল উত্যাদির প্রতিও লক্ষ্য রাখেন।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য শ্রেণিসমূহের প্রতি শাখায় একজন করে অধিনায়ক,একজন সহ-অধিনায়ক ও ছাত্র-ছাত্রীরা সংখ্যা অনুযায়ী একাধিক উপ-অধিনায়ক রয়েছে।

অধিনায়কগণ তাদের আওতাধীন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি,শ্রেণিতে আচরণ,নিয়ম-শৃঙ্খলা ইত্যাদির প্রতি লক্ষ্য রাখে এবং সংরক্ষিত ডায়রিতে তা’ লিপিবদ্ধ করে থাকে।

উল্লেখ থাকে যে, প্রতি বছর নির্বাচনী পরীক্ষার পর শিক্ষক/শিক্ষিকাগণ এস.এস.সি পরীক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে লেখাপড়ায় সহযোগিতা ও তদারক করে থাকেন।

সহ পঠ্যক্রমিক কার্যক্রম

নির্ধরিত পঠ্যসূচির পাশাপশি ছাত্র-ছত্রীদেরকে সহ-পঠ্যক্রমিক বিষয়ে যোগ্য করে গড়ে তোলার জন্য। সুযোগ্য শিক্ষ-শিক্ষিকা দ্বারা ছাত্র-ছাত্রীদেরকে সঙ্গীত,নৃত্য,নাটক,তবলা,আবৃত্তি,অভিনয়,বিতর্ক,সাহিত্য,চিত্রাংকন,সূচিশিল্প,মাটির কাজ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয় হয়। মুকুল নিকেতনের ছত্র-ছাত্রীরা বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে আসছে।

বিভিন্ন জাতীয় দিবস পালন উপলক্ষে বিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম এবং জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকল সাংস্কুতিক অনুষ্ঠানে অংশগ্রহহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করে আসছে। জাতীয়ভাবে আয়োজিত ত্রিশালে নজরুল জন্ম জয়ন্তীতে,বিভিন্ন নাট্য উৎসবে,টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ সরকারের সার্বিক সাক্ষরতা আন্দোলনে গণশিক্ষা ভিত্তিক ‘জাগ্রত মযমনসিংহ’ কার্যক্রম অংশগ্রহণ করে গ্রামে-গঞ্জে শিক্ষামূলক ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান জারী গান, পুঁথি পাঠ, গাইনের গীত-নৃত্যানুষ্ঠান পরিবেশন করে মুকুল নিকেতন সাংস্কৃতিক দল ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

একাডেমিক বিষয়ে জ্ঞাতব্য

  1.  সাময়িক পরীক্ষা ছাড়াও প্রতি ক্লাসে টিউটোরিয়াল পরীক্ষা নেয়া হয়। যার ফলাফল ছাত্র-ছাত্রীদের সম্পর্কে যে কোন সিদ্ধান্ত গ্রহণের সময় গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।
  2.  কোন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিতি কার্যদিবসের ৭৫% দিনের কম থাকলে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ করা হয় না।
  3.  সরকার নির্ধরিত নিয়মানুযায়ী সাময়িক ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।

<<ময়মনসিংহ টিভির গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন>>

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

One thought on “Mukul Niketon High School Mymensingh ভর্তি ও বিস্তারিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *