ময়মনসিংহ জেলার সকল আসনের নির্বাচনী ফলাফল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আসনে নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় স্বতন্ত্র ৬ ও আওয়ামী লীগ ৫ আসনে জয়ী হয়েছে। একনজরে দেখে আসি ময়মনসিংহের সকল আসনের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী কারা।

 

ময়মনসিংহ- ০১ হালুয়াঘাট -ধোবাউড়া আসনঃ সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীকে ১৯৬৭৯ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন।তিনি মোট ভোট পেয়েছেন ৯৪৫৩১ভোট,তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আরেং নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩৮৫২ ভোট।

 

ময়মনসিংহ -০২ ফুলপুর-তারাকান্দা আসনঃ সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ নৌকা প্রতীকে ২৬৩৪৩১ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বিজয় লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ শহীদ সারোয়ার ঈগল প্রতীকে পেয়েছেন মাত্র ১২০১৫ ভোট। উল্লেখ্য নৌকা প্রতীকের শরীফ আহমেদ ফুলপুর উপজেলায় পেয়েছেন ১১১০০২ ভোট ও তাঁর নিজ উপজেলা তারাকান্দায় পেয়েছেন ১৫২৪২৯ ভোট।আর ঈগল পাখি ফুলপুরে ৭৫২৩ ও তারাকান্দায় ৪৪৯২ ভোট পেয়েছেন।

 

ময়মনসিংহ -০৩ গৌরীপুর আসনঃ আওয়ামী লীগ মনোনীত এডভোকেট নিলুফার আনজুমান পপি নৌকা প্রতীক নিয়ে জয়ের পথে এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ভোট বাতিল হবার কারনে ফলাফল স্থগিত রয়েছে এবং সেই কেন্দ্রে আবার নির্বাচন হবার পর ফলাফল ঘোষণা করা হবে। নিলুফার আনজুমান পপি পেয়েছেন ৫৩১৯৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২২১১ ভোট।

 

ময়মনসিংহ -০৪ সদর আসনঃ  আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর পুত্র নৌকা প্রতীক নিয়ে মোহিত উর রহমান শান্ত নৌকা ৪৩৭৪৬ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন।নৌকা প্রার্থী মোহিত উর রহমান শান্ত পেয়েছেন ১৪৭২৪২ ভোট।আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম পেয়েছেন ১০৩৫৪৬ ভোট।

 

ময়মনসিংহ -০৫ মুক্তাগাছা আসনঃ স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ নজরুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে ৫২৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি জাতীয় পার্টির সালাহ উদ্দিন আহম্মেদ মুফতি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪১২৪ ভোট।

 

ময়মনসিংহ -০৬ ফুলবাড়িয়া আসনঃ স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়েসাবেক উপজেলা চেয়ারম্যান মালেক সরকার পরপর ৬ বার নির্বাচিত এমপি এডভোকেট মোসলেম উদ্দিনকে ধরাশায়ী করে ১০০৮৫ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন। মালেক সরকার পেয়েছেন ৫২২৮৫ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে এডভোকেট মোসলেম উদ্দিন পেয়েছেন ৪২২০০ভোট।

 

ময়মনসিংহ -০৭ ত্রিশাল আসনঃ ত্রিশালেও স্বতন্ত্র প্রার্থীর জয়জয়কার দেখা গেছে। সাবেক মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস স্বতন্ত্র প্রার্থী  ট্রাক প্রতীক নিয়ে ৭১৭৩৮ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৫৩১ ভোট।

 

ময়মনসিংহ -০৮ ঈশ্বরগঞ্জ আসনঃ সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীক নিয়ে ৫৬৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি জাতীয় পার্টির ফখরুল ইমাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২৭৯৮৪ ভোট।

 

ময়মনসিংহ -০৯ নান্দাইল আসনঃ নান্দাইল আসনে নৌকা প্রার্থী বিজয়ী হবার পাশাপাশি নান্দাইলের এই আসনে ইতিহাসে প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পেলেন আব্দুস সালাম।তিনি নৌকা প্রতীক নিয়ে ৭৯৪২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন পেয়েছেন ৫৯৪৮৯ ভোট।

আরও পড়ুন>> নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে : প্রধান নির্বাচন কমিশনার

 

ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনঃ কিংবদন্তি রাজনীতিক মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ এর পুত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ২১৬৮১৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মোহাম্মদ আবুল হোসেন দিপু পেয়েছেন মাত্র ৭৫১৯ ভোট।

 

ময়মনসিংহ -১১ ভালুকা আসনঃ ভালুকা আসনের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আব্দুল ওয়াহেদ ৯৫২৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীক প্রাপ্ত আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬৪২০ ভোট।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *