ময়মনসিংহে বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত

গত পহেলা জানুয়ারি ২০২৪ তারিখে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সহ ময়মনসিংহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়।
 

বছরের প্রথম দিনে পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে “বই উৎসব ২০২৪” এর আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বছর, নতুন বই, নতুন শ্রেণিকক্ষ তিনে মিলে মাতোয়ারা শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে বই উৎসব এনে দিয়েছে বাড়তি আনন্দ। এমন প্রাপ্তির সাথে শিক্ষাবর্ষ আনন্দময় হবে এমন প্রত্যাশা সবার।

আরও পড়ুন>> যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দকে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ময়মনসিংহ জিলা স্কুল,  বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ময়মনসিংহ,  মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ময়মনসিংহ সহ ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *