ময়মনসিংহ, ৩০ জুন: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নবনির্বাচিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ রবিবার বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি সচেষ্ট থাকবেন। শহীদ শাহবুদ্দিন মিলনায়তনে মসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মেয়র ইকরামুল হক টিটু বলেন, বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে রাতারাতি সব সমস্যা সমাধান করা সম্ভব নাও হলেও, সামর্থ্য অনুযায়ী সকলের জন্য জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করা হবে।
তিনি ময়মনসিংহ শহরের যানজট, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা বৃদ্ধি, অভিযোগ নিষ্পত্তি, ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে নির্দেশিকা প্রদান করেন।
মেয়র টিটু বলেন, ময়মনসিংহ একটি ঐতিহাসিক ও ঘনবসতিপূর্ণ শহর। তাই শহরের সমস্যা সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। রাস্তার পাশে অবৈধ বাজার ও ভ্রাম্যমান বাজার বন্ধ, নির্ধারিত স্থানে বাজার বসানো নিশ্চিত করা এবং সড়ক প্রশস্তকরণের কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে।
বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করতে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মেয়র টিটু প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে সচেতনতামূলক কর্মসূচির নির্দেশ দেন। মশা নিয়ন্ত্রণ, খাল-নালা পরিষ্কার রাখতেও নাগরিকদের সহযোগিতা চান তিনি।
নাগরিক সেবা বৃদ্ধিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির যথাযথ বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন মেয়র টিটু।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেছেন, জনগণের অভিযোগ দ্রুত সমাধানে এবং জনভোগান্তি লাঘবে ঢিলেঢালা ভাব দেখা গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন >> এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ভালুকায় ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর, বিভাগ ও শাখা প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।