ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রকে অপসারণ করে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া মহোদয়কে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) দেশের একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য সাধারণ মানুষের চাওয়া-পাওয়া পূরণ করা। নবনিযুক্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এ লক্ষ্যেই সম্প্রতি একটি মতবিনিময় সভার আয়োজন করেন। তিনি বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন, উল্লেখ করে বলেন, “মানুষ নয়, চেয়ার গুরুত্বপূর্ণ। যেই এই চেয়ারে বসুক না কেন, তার দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা।”
গত ২০ আগস্ট অনুষ্ঠিত এই সভায় মসিকের রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, “রাজশাহী সুন্দর এবং খুলনা পরিকল্পিত শহর, তবে ময়মনসিংহ পিছিয়ে থাকতে পারে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন ময়মনসিংহ দেখতে পাবেন। তবে এটি কেবল পরিচ্ছন্নতাকর্মীদের নয়, জনসাধারণেরও দায়িত্ব। পরিবর্তন শুরু হোক নিজের থেকে।”
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তারা এমন একটি সমাজ চায় যেখানে সবাই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে এবং মতপ্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পারে। প্রশাসক এই লক্ষ্য পূরণে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, অংশগ্রহণকারীরা মসিকের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন, যেমন যানজট, ফুটপাত দখল, অপরিচ্ছন্নতা, জলাবদ্ধতা, মাদক এবং দুর্নীতির বিষয়। তারা সিটি কর্পোরেশনের মাস্টারপ্ল্যানের অভাব, বিল্ডিং কোড না মানা, এবং অটোরিকশার অতিরিক্ত অনুমোদনের মতো সমস্যাগুলিও তুলে ধরেন।
উত্তরে, উম্মে সালমা তানজিয়া বলেন, “আপনারা আমাদের সহযোগিতা করুন এবং ভালো পরামর্শ দিন। আমরা একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সিটি কর্পোরেশন গড়ে তুলতে চাই।”
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি কর্নেল মাহমুদ হাসান সভায় উপস্থিত থেকে সবার সহযোগিতার আহ্বান জানান এবং ময়মনসিংহের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন >> ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
সভা শেষে উম্মে সালমা তানজিয়া বলেন, “সব আন্দোলনে কিছু সম্মুখ সারির যোদ্ধা প্রয়োজন। ছাত্রদের ধন্যবাদ জানাই, যারা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে সব জয় করতে চাই। আমাদের সকলের হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা বেগমসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।