ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৪ এর নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে তিনি শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয় এর কাছে শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
গত ২৩ জানুয়ারি ২০২৪ ইং ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেনয়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এছাড়াও নব নির্বাচিত সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা যারা শপথ গ্রহন করেছেন তারা হলোঃ- ১নং আসাদুজ্জামান বাবু, ২নং গোলাম রফিক দুদু, ৩নং শরীফুল ইসলাম, ৪নং মাহবুবুর রহমান দুলাল, ৫ নং নিয়াজ মোর্শেদ,৬ নং সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৭ নং আসিফ হোসেন ডন, ৮ নং মো: ফারুক হাসান, ৯ নং আল মাসুদ, ১০নং তাজুল আলম, ১১নং আলহাজ্ব ফরহাদ আলম, ১২ নং আনিসুর রহমান আনিস, ১৩ নং স্বপন সরকার, ১৪ নং ফজলুল উজ্জ্বল, ১৫ নং মাহবুব আলম হেলাল, ১৬ নং আব্দুল মান্নান, ১৭ নং কামাল খান, ১৮ নং হাবিবুর রহমান হবি, ১৯ নং আব্বাস আলী মণ্ডল, ২০ নং সিরাজুল ইসলাম, ২১ নং ইশতিয়াক হোসেন ইফতু, ২২নং মোস্তফা কামাল, ২৩ নং সাব্বির ইউনুস বাবু, ২৪ নং মোঃ আসলাম হোসেন, ২৫ নং উমর ফারুক সাবাস, ২৬ নং শফিকুল ইসলাম শফিক, ২৭ নং শামসুল হক লিটন, ২৮ কাইসার জাহাঙ্গীর আকন্দ, ২৯নং রাশেদুজ্জামান রোমান, ৩০ নং আবুল বাশার, ৩১ নং সেলিম উদ্দিন সেলিম, ৩২ নং আবু বক্কর সিদ্দিক সাগর, ৩৩ নং শাহজাহান মুনির।
এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলরাও একই সাথে শপথ গ্রহন করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রও শপথ নিয়েছেন। পাশাপাশি পাঁচটি জেলা পরিষদের চেয়ারম্যানরা ও আজ শপথ নিয়েছেন। কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র হলেন কুমিল্লার তাহসিন বাহার সুচনা।
পাঁচটি জেলা পরিষদের চেয়ারম্যানরা হলেন-: কুড়িগ্রামের এ এন এম ওবায়দুর রহমান, ঠাকুরগাঁওয়ের আবদুল মজিদ, সিরাজগঞ্জের শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার বিল্লাল মিয়া ও হবিগঞ্জের আলেয়া আক্তার।
পরে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ৪৪ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন।
আরও পড়ুন>> স্বাধীনতা পুরস্কার ২০২৪ প্রাপ্ত ময়মনসিংহের তিন ব্যক্তিত্বের সংক্ষিপ্ত জীবনী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।