ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় এর নিম্নবর্ণিত রাজস্বখাতভূক্ত শূন্যপদসমূহের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য ময়মনসিংহ বিভাগের (ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর) স্থায়ী বাসিন্দাগণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে mymensinghdiv.teletalk.com.bd দরখাস্ত করার নিয়মাবলি দেখে নিন।

পদের নাম, সংখ্যা ও যোগ্যতা

পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
অফিস সহকারী কাম কম্পিউটার অপাররটর 9,300-22,490/ (গ্রেড-16) 0১(এক) টি (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ)ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশীট এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং এ দক্ষতা
গ) নিয়োগ বিধিমালা ২০২০ এর তফসিল ২,৩ ও ৪ অনুযায়ী গ্রৃহীত পরীক্ষায় উত্তীর্ণ
গাড়িচালক 9,300-22,490/ (গ্রেড-16) 0১(এক) টি (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ) বি আর টি এ কর্তৃক গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী
গ) নিয়োগ বিধিমালা ২০২০ এর তফসিল ৬অনুযায়ী গ্রৃহীত পরীক্ষায় উত্তীর্ণ
অফিস সহায়ক 8,250-20,010/- (গ্রড-২০) 02 (দুই) টি (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ) নিয়োগ বিধিমালা ২০২০ এর তফসিল ৬অনুযায়ী গ্রৃহীত পরীক্ষায় উত্তীর্ণ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ টেবিল

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) নিয়ােগ সংক্রান্ত যে কোন তথ্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় এর ওয়েবসাইট (www.mymensinghdiv.gov.bad) এবং এ বিভাগের আওতাধীন সকল জেলা প্রশাসকের কার্যালয়ের নােটিশ বাের্ডে পাওয়া যাবে।
৩) নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়াজনীয় তথ্য প্রদান করতে হবে।

অনলাইনে আবেদন করার নিয়মাবলি

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারীগণ http://mymensinghdiv.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন। উক্ত অনলাইন আবেদনপত্র ০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত গ্রহণ করা হবে। উক্ত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

ফরম পুরন করতে ক্লিক করুন>>

(ফরম পূরনের আগে সম্পূর্ন নিয়মাবলি পরে নিন , না হলে ফরম পূরন করতে পারবেন না। আগে সম্পূর্ন নিয়াবলি পড়ুন, তারপর উপরের লিংক এ ক্লিক করে আবেদন করুন)

(খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) এবং রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূুরণকৃত তথ্য যেহেত্ পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র অনলাইনে দাখিল করার
পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিনট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ
করবেন।
(ঙ) SMS প্রেরণের মাধ্যমে ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে সংরক্ষণ করবেন। Appicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম়ােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১ নং ও ২ নং ক্রমিকের পদের জন্য ২০০/- (দুইশত) টাকা, টোলিটকের সা্ভিস চার্জ বাবদ ২৩/ (তেইশ) টাকাসহ মােট ২২৩/-(দুইশত তেইশ) টাকা এবং ৩
নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ মােট ১১২/- (একশত বার) টাকা
(অফেরতযােগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল
অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: MYMENSINGHDIV <Space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে

Example: MYMENSINGHDIV ABCDEF & Send to 16222

দ্বিতীয় SMS: MYMENSINGHDIV <space> Yes <space> PIN লিখে send করতে হবে 16222 নাম্বারে 

Example: MYMENSINGHDIV YES 12345678 & send to 16222

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mymensinghdiv.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রারথীর মােবাইল ফোনে SMS- এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাব্তীয় যােগাযোেগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মােবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙ্গিন) করে নিতে হবে। প্রার্থীএই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
(জ) শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID
এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে:

MYMENSINGHDIV <space> Help <space> User <space> User ID & send to 16222

Example: MYMENSINGHDIV Help User ABCDEF & send to 16222

PIN নাম্বার জানা থাকলে:
MYMENSINGHDIV <space> Help <space> PIN <space> PIN No & send to 16222
Example: MYMENSINGHDIV Help PIN 1234567 & send to 16222
(ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(ঞ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় এর ওয়েবপার্টাল (www.mymensinghdiv.gov.bd) এবং http:/mymensinghdiv.teletalk.com.bd মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের জবপাের্টাল ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়াগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য wwww.mymensinghdiv.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ট) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক নাম্বার থেকে কল করন ১২১-এ অথবা ই-মেইল করুন।
alljobs.guery@teletalk.com.bd [Mail 4s subject-a MYMENSINGHDIV Name:…….., Post Name:……… Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে]

আরও পড়ুন>> ঢাকা ময়মনসিংহ রোডে ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা

শর্তাবলি ও আবশ্যকতা

৫) প্রার্থীর বয়সসীমা ১৫/০২/২০২৪ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযাদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোেগ্য নয়।

৬) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্মবর্ণিত কাগজপত্রাদির মূলকপি উপস্থাপন করতে হবে:
(ক) শিক্ষাগত যোেগ্যতার প্রমাণ স্বরূপ সকল মূল/সাময়িক সনদপত্র।
(খ) জাতীয় পরিচয়পত্র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মনিবন্ধন সনদপত্র।
(গ) বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্রকন্যা /নাতি/নাতনী হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্তরীউপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযাোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বক্ষরিত এবং মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এরুপ সনদপত্র ব্যতীত অন্য কোন সনদপত্র মুক্তিযােদ্ধা সনদ হিসেবে গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য যে, আবেদনকারী বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার নাতিনাতনী হলে আবেদনকারী যে বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি/নাতনী এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পারেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক সনদপত্র/প্রত্যয়নপত্র পত্র দেখাতে হবে।
(ঘ) ক্ষুদ্র নূ-গােষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(ঙ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক ন্যুনতম ২১ (একুশ) দিনের প্রশিক্ষণ সনদ দাখিল করতে হবে।
(চ) ড্রাইভার পদের জন্য বিআরটিএ কর্তৃক গাড়িচালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি।

৭) সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবিসহ সীল
থাকতে হবে।
৮) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃূপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৯) কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
১০) আবেদনপত্র প্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
১১) নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টি এডি এ প্রদান করা হবে না।
১২) কোন অসাধু উপায়ে চাকরি প্রাপ্তির চেষ্টা করা হলে চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করা হবে।
১৩) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাো ব্যতিরেকে এ নিয়ােগ বিজ্ঞপ্তির যে কোন অংশ সংশােধন, নিয়ােগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৪) কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ দায়ী হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়াগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫) এই নিয়ােগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের (বিধি-1 শাখা) ১৭.০৪.২০২৩ খ্রি. তারিখের জারিকৃত “মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন সরকারি দপ্তর/পরিদপ্তর।/অধিদপ্তর, স্বায়ক্তশাসিত সংস্থা, সংবিধিবন্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে ১৩-২০ তম গ্রেডের পদে কর্মচারী নিয়ােগে অপেক্ষমান তালিকা সংরক্ষণ” সংক্রান্ত পরিপত্র কার্যকর হবে।

সম্পুর্ণ পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে ক্লিক করুন>>

ডিক্লারেশন

প্রার্থীকে অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রাহ্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযাগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা আসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পর্বে বা পরে এমনকি নিয়াোগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বি. দ্র. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *