ভালুকা পার্কে পরিবারের উপর হামলা ঘটনায় ৩ জন গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত গ্রীন অরণ্য পার্কে ঘুরতে আসা শাজাহান মিয়া ও তার পরিবারের উপর হামলা ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ভালুকা পুলিশ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

গত রবিবার শাজাহান মিয়া নামে এক লোক তার পরিবার সহ ভালুকায় অবস্থিত গ্রীন অরণ্য পার্কে বেড়াতে যায়। পার্কটিতে তার স্ত্রী ফাতেমা আক্তার নিশি, মেয়ে আফরা , বোন জহুরা খাতুন, হাফিজা, তাছনিম, ভাগনি সুমাইয়া ও আজমিনাকে নিয়ে ঘুরতে আসেন তিনি।

সেখানে শাজাহান মিয়ার সাথে রিয়াডের টিকিট রিটার্ন করা নিয়ে কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাইডের দ্বায়িত্বে থাকা এক ব্যক্তি শাজাহান মিয়াকে গালিগালাজ করতে থাকেন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার খবর জানা যায়। এরপর বেড়ানো যখন পরিবার সহ শাজাহান মিয়া বাহির হতে যায় তখন তার গাড়ি আটকে দেয়া হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় শাজাহান মিয়া ও তার বউ বাচ্চা গাড়ির ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে রাখে, তাকে বের করার জন্যে হামলাকারীরা গ্লাসে এবং দরজায় ধাক্কা দেওয়া শুরু করে। এসময় অসহায় হয়ে শাজাহান মিয়া কান্নায় ভেঙ্গে পড়ে এবং চলে যেতে দেওয়ার জন্য মিনতি করে থাকে।

গ্রীন অরণ্য পার্ক কতৃপক্ষ শাজাহান ও তার পরিবারের উপর হামলা,লুটপাট, গাড়ী ভাংচুর ও শাজাহান মিয়া ও তার পরিবারকে অবরোধ করে রাখার ঘটনায় মঙ্গলবার দুপুরে শাজাহান মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় এক লিখিত অভিযোগ দায়ের করে।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে ক্লিক করুন>> 

মামলার পর ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর নির্দেশে হামলায় জড়িত গ্রীন অরণ্য পার্কের তিন কর্মচারী মোঃ হাসান চৌধুরী, মোঃ আতিয়ার রহমান ও মোঃ আবু নাইমকে গ্রেফতার করা হয়।

গ্রীন অরণ্য পার্কের পরিবারের উপর হামলা ঘটনায় ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ জানান হামলার ঘটনায় মামলা দায়ের পর ২৪ ঘন্টার মধ্যে ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন>> ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কিন্তু এ বিষয়ে গ্রীন অরণ্য পার্কের ম্যানেজার জাহিদ হাসান সাগরকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শাজাহান মিয়া এবং তার পরিবারের উপর হামলা বা কোনো ধরনের নির্যাতন করা হয়নি, শাজাহান মিয়া সেই রাইডের দ্বায়িত্বে থাকা কর্মীকে থাপ্পড় মারে এবং তিনি আরও বলেন, গাড়ির ভিতরে যেই ভিডিও করেছিল সেটা তাদের অভিনয়।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *