ময়মনসিংহ জিলা স্কুল এ পাশের হার ১০০ শতাংশ

আজ প্রকাশিত এসএসসি রেজাল্ট এ ময়মনসিংহ জিলা স্কুল এর ফলাফল বিশ্লেষণ ও বিস্তারিত দেখুন।

ময়মনসিংহ জিলা স্কুলে এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮১ জন। যার মধ্যে প্রত্যকেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২৮১ জন পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮১ জন পরীক্ষার্থী।এবং জিপিএ ৫ পেয়েছেন মোট ২৬৫ জন পরীক্ষার্থী।

এ বছর ময়মনসিংহ জিলা স্কুল এ এসএসসি পরীক্ষায় পাশে হার ১০০ শতাংশ। একটি বিভাগ থেকে অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে সকলেই পরীক্ষা দেয়। ময়মনসিংহ জিলা স্কুলে বিজ্ঞান শাখা থেকে ও বছর উত্তীর্ণ হন ২৮১ জন পরীক্ষার্থী, যাএ মধ্যে ২৬৫ জন জিপিএ ৫ পেয়েছে।এবং বিজ্ঞান শাখায় কানো শিক্ষার্থী ফেল করেনি।

রোল নাম্বার সহ রেজাল্ট শিট দেখে নিন :

Screenshot-2022-11-28-14-55-25-80-e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f
Screenshot-2022-11-28-14-55-41-19-e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

রেজাল্ট বিশ্লেষণ :

গত বছরের ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি রেজাল্ট এর সাথে পাশের হার এবং জিপিএ ৫ এর হার এর তুলনা করে দেখা যায় গত বছর থেকে এ বছর পাশের হার এবং জিপিএ ৫ এর হার উভয়ই বৃদ্ধি পেয়েছে। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮৯ জন, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৮৯ জন এবং জিপিএ ৫ এর সংখ্যা ২৫১ জন। এ বছর উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৮১ জন এবং জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ২৬৫ জন।

[History] Passed vs Not Passed (Among Appeared) (% of GPA 5 among passed)
Year Appeared Passed % of Pass GPA 5 % of GPA 5
2022 281 281 100 265 94.31
2021 289 289 100 251 86.85
2020 281 273 97.15 231 84.62
 

আরও পড়ুন : বিদ্যাময়ী স্কুল এসএসসি রেজাল্ট ২০২২

এ বছর ময়মনসিংহ বোর্ডে সহ মোট নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি।

তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষার্থীরা http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানতে পারবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ- SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ- DAKHIL MAD 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

শেয়ার করুন :

One thought on “ময়মনসিংহ জিলা স্কুল এ পাশের হার ১০০ শতাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *