ঈদ উপলক্ষে ময়মনসিংহে তিন জোড়া স্পেশাল ট্রেন

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের জন্যে ময়মনসিংহে তিনটি রুটে স্পেশাল ট্রেন চলবে। ময়মনসিংহ-চট্রগ্রাম এবং ময়মনসিংহ- কিশোরগঞ্জ রুটে দুইটি স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে।

এছাড়াও সারা বাংলাদেশে ইদ উপলক্ষে মোট ৯ (নয়) জোড়া বিশেষ ট্রেন চলবে যাত্রীদের বাড়ি ফেরার সুবিধার্থে।

ময়মনসিংহ-চট্রগ্রাম বিশেষ ট্রেন :

ময়মনসিংহ ও চট্রগ্রাম রুটে এবার দেওয়া হবে ময়মনসিংহ ঈদ স্পেশাল ৭ এবং ময়মনসিংহ ঈদ স্পেশাল ৮ নামে একজোড়া বিশেষ ট্রেন। উক্ত ট্রেনগুলো চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্রগ্রাম রুটে চলাচল করবে।

সময় : ঈদের পূর্বে ৪ (চার) দিন এবং ঈদের পরেরদিন হতে পরবর্তী ৫ (পাঁচ) দিন চলাচল করবে।

দেওয়ানগঞ্জ-ঢাকা স্পেশাল ট্রেন :

দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল- ৫ এবং দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৬ নামে দুটি বিশেষ ট্রেন ঈদ উপলক্ষে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে।

সময় : ঈদের পূর্বে ৪ (চার) দিন এবং ঈদের পরেরদিন হতে পরবর্তী ৫ (পাঁচ) দিন চলাচল করবে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ স্পেশাল ট্রেন :

ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাতায়াতের জন্যে দেওয়া হবে সোলাকিয়া ঈদ স্পেশাল ১৩ এবং সোলাকিয়া ঈদ স্পেশাল ১৪ নামে একজোড়া ট্রেন। উক্ত ট্রেনটি ময়মনসিংহ- কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে।

সময় : সোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেনটি শুধুমাত্র পবিত্র ঈদের দিন চলাচল করবে।

আরও পড়ুন >> ময়মনসিংহের বিভিন্ন হোটেল এবং রিসোর্ট এর তালিকা সমূহ

উক্ত তিনজোড়া ট্রেন ছাড়াও আরও ৬ জোড়া বিশেষ ট্রেন বাংলাদেশের বিভিন্ন রুটে চলাচল করবে। এগুলো হলো :

  • চাঁদপুর- চট্রগ্রাম ঈদ স্পেশাল ১/২/৩/৪

রুট :চট্টগ্রাম চাঁদপুর

  • সিলেট চাঁদপুর ঈদ স্পেশাল ৯/১০

রুট : সিলেট চাঁদপুর

  • জয়দেবপুর পঞ্চগড় ঈদ স্পেশাল ১৫/১৬

রুট : জয়দেবপুর পঞ্চগড়

  • ঢাকা চিলাহাটি ঈদ স্পেশাল ১৭/১৮

রুট : ঢাকা চিলাহাটি

  • শোকালিয়া ঈদ স্পেশাল ১১/১২

রুট : ভৈরব কিশোরগঞ্জ

তথ্যসূত্র : বাংলাদেশ রেলওয়ে

শেয়ার করুন :

One thought on “ঈদ উপলক্ষে ময়মনসিংহে তিন জোড়া স্পেশাল ট্রেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *