ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের উদ্যোগে ত্রিশালে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদেরকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙ্গামাটি নামক স্থানে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত পরিবারকে জেলা প্রশাসন মোস্তাফিজার রহমান ময়মনসিংহের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন ও আর্থিক প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
<<আমাদের গুগল নিউজ ফলো করুন >>
গত ১৩ মার্চ আনুমানিক রাত ২ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙ্গামাটি নামক স্থানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পরে যায় এবং পরবর্তীতে গাড়ির সিলিন্ডার বিষ্ফোরণে আগুনে পুড়ে চার জন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মৃত্যুবরণ করেন।
জেলা প্রশাসন, ময়মনসিংহ নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
আরও পড়ুন >> ময়মনসিংহের পরানগঞ্জ ইউনিয়নে প্রকল্পের কাজ না করেই টাকা উত্তোলন
জেলা প্রশাসনের উদ্যোগে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের দাফন ও সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রতিজন ব্যক্তির পরিবারকে ২৫ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।