ময়মনসিংহে দিন ব্যাপী বিজয় গাথা উৎসব আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ এবং রাশিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দিন ব্যাপী আর্ট ক্যাম্প । ২১ ডিসেম্বর রোজ বুধবার ময়মনসিংহ শহরের জয়নুল আবেদীন উদ্যান সংলগ্ন “বৈশাখী মঞ্চ ২”  অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ও রাশিয়ার চিত্র শিল্পীদের অংশগ্রহণে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে আর্ট ক্যাম্প ” ৫১” বিজয় গাথা উৎসব। ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ এবং বিজয় গ্যালারীর যৌথ আয়োজনে এই আর্ট ক্যাম্প। ময়মনসিংহের স্থানীয় শিল্পীরা এ আর্ট ক্যাম্প এ অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের যুদ্ধের সময় রাশিয়া যেভাবে বাংলাদেশের বন্ধু দেশ হিসেবে ছিল সেই ধারাবাহিকতায় এই বিজয় গাঁথা উৎসবে রাশিয়ান চিত্রশিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে দিয়েছে বলে ময়মনসিংহ টিভিকে জানান।

আর্ট ক্যাম্প

স্বাধীনতার ৫১ বছর উৎযাপন উপলক্ষে এবং দেশের বাহিরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরতে এই আর্ট ক্যাম্পর আয়োজন। ১৬ ই ডিসেম্বরকে মাথায় রেখে ১৬ জন চিত্রশিল্পী নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা করা হয়েছে। শিল্পীরা মুক্তিযুদ্ধ এবং বিজয়ের উপর বিভিন্ন চিত্র অংকন করেন।

রাশিয়া এবং বাংলাদেশের মোট ১৬ জন চিত্রশিল্পীদের সমন্বয়ে ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ এবং বিজয় গ্যালারীর যৌথভাবে এর আয়োজন করেছে।

২১ ডিসেম্বর বুধবার ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশের অন্যতম সুন্দর শহর ময়মনসিংহ – রোহন আগারওয়াল

শেয়ার করুন :

One thought on “ময়মনসিংহে দিন ব্যাপী বিজয় গাথা উৎসব আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *