আসছে পবিত্র ঈদুল আযহায় কর্মস্থল থেকে ঘরমুখো মানুষজন যাতে নিরাপদে নির্ধারিত সময়ে শান্তিপুর্ণ পরিবেশে গন্তব্যে পৌছতে পারে সেই লক্ষে জেলা পুলিশ ব্যাপক পরিকল্পনা নিয়েছে।
ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ী ফেরা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে আজ থেকে ময়মনসিংহ শহরের গুরুত্বপুর্ণ পয়েন্ট পয়েন্টে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পাটগুদাম ব্রীজ, শম্ভুগঞ্জ বাজার, মাসকান্দা বাসস্ট্যান্ড,আকুয়া বাইপাস, ত্রিশাল,ভালুকাসহ যানজট এ সব এলাকা পরিদর্শন করেন। এ সময় মহাসড়কে যানজট নিরসনে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য পালন সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সাংবাদিকদের বলেন,প্রতি বছরের মতো এবারও যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে যেন যানজট না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সে ব্যাপারে জেলা পুলিশ আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করবে। গরুবাহী ট্রাক ও ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মহাসড়কে যানবাহন পার্কিং নিষেধ, সড়কের প্রবেশদ্বারে যানবাহন রেখে যাত্রী উঠানো বন্ধ। পুলিশ বা প্রশাসনের অবহেলায় কোন সমস্যা সৃষ্টি যেন না হয়, সে ব্যাপারে তারা সজাগ থাকবেন।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা স্যারের নেতৃত্বে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে যে কোনো ধরনের চাঁদাবাজি বন্ধে ও যানজট নিরসনে পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। বর্তমানে মহাসড়ক থেকে শ্রমিক সংগঠনের নামে কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছে না।
আরও পড়ুন >> ময়মনসিংহ রেঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০২৩ পালিত
এসময় আরো উপস্থিত ছিলের, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের আহ্বায়ক শ্রমিক নেতা রাকিবুল ইসলাম শাহীনসহ অন্যান্য সাথে ছিলেন।