ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ীতে জমি নিয়ে বিরোধ – নিহত এক

ঘটনার বিবরণীতে জানাগেছে শুক্রবার ২১ অক্টোবর (২০২২) সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড চর কালিবাড়ী এলাকায় আব্দুল বারেক (৬৩),

পিতা মৃত হাছেন আলী ও মাতা মৃত ছালে বেগম তাঁর শম্ভুগঞ্জ ডাম্পিং স্টেশনের অদূরে রেললাইন সংলগ্ন পৈত্রিক জমিতে হালচাল করতে গেলে ক্রয় সূত্রে ওই জমির দাবীদার নগরীর কৃষ্টপুর মদের ডিপো এলাকার জুলু মন্ডল ৪০/৫০ জনের দল নিয়ে তার উপর আক্রমণ করে। জমি নিয়ে বিরোধ এর এক পর্যায়ে ছুরি দিয়ে ক্রমাগত ঘা মেরে রক্তাক্ত করে।

আব্দুল বারেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে,বড় ভাই ও ভাতিজা উদ্ধার করতে গেলে তাদেরকেও জখম রক্তাক্ত করে।

ঘটনার পর পরই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জমি নিয়ে বিরোধ এবং হত্যাকাণ্ডের প্রধান আসামি জুলুসহ দুই জনকে গ্রেফতার করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরহুমের লাশ চর কালীবাড়িস্থ নিজ বাড়িতে নেয়া হয়েছে।

বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : আন্তঃজেলা ডাকাতদল গ্রেফতার ও লুন্ঠিত স্বর্নলংকার উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং

জমি নিয়ে বিরোধ

শেয়ার করুন :

One thought on “ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ীতে জমি নিয়ে বিরোধ – নিহত এক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *