আজ ২ জানুয়ারি সোমবার ময়মনসিংহের জেলা সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সমাজসেবা দিবস টির এবারের প্রতিপাদ্য ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়।
বিভিন্ন এনজিও, প্রতিবন্ধী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী ও হিজরা জনগোষ্ঠীর উপস্থিতির মধ্য দিয়ে জেলা সমাজসেবা কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অতিরিক্ত জেলা প্রশাসক জনাব পুলক কান্তি চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জমাব এম,এম, মোহাইমিনুর রশিদ পিপিএম, ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ, জনাব তাপস ফলিয়া, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর, ময়মনসিংহ, সভাপতিত্ব করেন জনাব আঃ কাইয়ুম, জেলা সমাজসেবা অধিদপ্তর, ময়মনসিংহ।
আরও পড়ুন : ১৪ নং ওয়ার্ডের সড়ক ও ড্রেন উদ্বোধন করেন মসিক মেয়র