লাখো জনতার ভালবাসায় সিক্ত হয়ে ময়মনসিংহ সফর করলেন প্রধানমন্ত্রী

গত ১১ মার্চ ২০২৩ তারিখ ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে লাখ লাখ জনতাকে আবেগ, উচ্ছ্বাস আর সৌহার্দ্যের স্রোতে ভাসিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এম পি মহোদয়ের বহুল আকাঙ্ক্ষিত ময়মনসিংহ জেলায় সফর সমাপ্ত হয়।

বৃহত্তর ময়মনসিংহ জেলা তথা সমগ্র বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জনসভায় অংশগ্রহণ করেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বর্গ, আওয়ামী লীগের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের অগণিত নিবেদিতপ্রাণ নেতাকর্মী এবং লাখ লাখ মেহনতি সাধারণ মানুষ যাদের উচ্ছ্বসিত অংশগ্রহণ সমগ্র ময়মনসিংহ জুড়ে এক নজিরবিহীন প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ তৈরী করেছিল।

এর আগে দুপুর ০২ টা ৪২ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজে আগমন করেন। এ সময় মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবিং আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব ওবায়দুল কাদের, মাননীয় গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ, সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব ইকরামুল হক টিটু, সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম, সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারী, জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে জেলা পুলিশের একটি সুসজ্জিত নারী কন্টিনজেন্ট তাঁকে মনোমুগ্ধকর ও সম্মানসূচক গার্ড সালামী প্রদান করেন।

এরপর তিনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মোট ৭৩ টি প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং আরও ৩০ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জনসভা মঞ্চে উপবিষ্ট হবার আগে মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র সফরের সার্বিক নিরাপত্তা নিশ্চিৎ করার বিষয়ে জেলা পুলিশের সামগ্রিক অংশগ্রহণ, পরিকল্পনা, পরিচালনা ও সমন্বয়ের মূল দায়িত্ব পালন করেন জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়।

আরও পড়ুন >> খালেদা জিয়া মেট্রিক ফেইল : ময়মনসিংহের জনসভায় শেখ হাসিনা

দারিদ্র‍্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্বপ্নসম্ভার আর সমগ্র ময়মনসিংহবাসীর উন্নয়নের মূলমন্ত্র দৃপ্তকন্ঠে উচ্চারিত হয় মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান ভাষণে। প্রায় দশ লক্ষাধিক জনতার এই সমাগমে তাঁর সদয় উপস্থিতি ময়মনসিংহ বিভাগের আপামর জনসাধারণের আনন্দ, কর্মচাঞ্চল্য ও উন্নয়ন সচেতনতা বৃদ্ধিকল্পে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব রাখবে এবং তাঁর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সকল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে একটি উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমাদের বিশ্বাস।

শেয়ার করুন :

One thought on “লাখো জনতার ভালবাসায় সিক্ত হয়ে ময়মনসিংহ সফর করলেন প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *