ময়মনসিংহে বাস মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা

গত ৬ এপ্রিল ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক নিরাপত্তা নিশ্চিৎকরণ ও যানজট নিরসনকল্পে আন্ত: জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়।

বাস মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দের সাথে সভায় ময়মনসিংহ জেলা থেকে অন্তর্গামী ও বহির্গামী মহাসড়কসমূহে যানজট নিরসনের লক্ষ্যে কিছু কার্যকরী সিদ্ধান্ত গৃহীত হয়। শম্ভুগঞ্জ মোড়, পাটগুদাম মোড় ও দিঘারকান্দা বাইপাস এলাকায় মোড়কেন্দ্রিক কোনও পরিবহন থামা ও যাত্রী উঠানো নিরুৎসাহিত করা এবং ইজিবাইক, মহেন্দ্র, থ্রি হুইলার ইত্যাদি বাহন মহাসড়কে না চালাতে সকলের সহযোগিতা আহ্বান করা হয়।

আরও পড়ুন >> ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১৯

এছাড়া যেসব ক্ষেত্রে নিশেধাজ্ঞা কিংবা আইন অমান্য করা হবে সেসব ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সতর্ক করা হয়। সভার শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে ধৈর্য্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন :

One thought on “ময়মনসিংহে বাস মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *