আজ ১৬ ডিসেম্বর শুক্রবার ময়মনসিংহে বিজয় দিবস ২০২২ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও শারীরিক কসরত করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
এর আগে ভোরে ময়মনসিংহের ব্রীজ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন সরকারি প্রশাসন , রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরেরর জনগণ।
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, সিটি মেয়র ইকরামুল হক টিটু, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য , জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান , পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম ও সাধারন সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল, ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ী স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন : মুক্তিযুদ্ধে ময়মনসিংহের শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা