হত্যার প্রতিবাদে এবং আসামীদের বিচারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন

হত্যার প্রতিবাদে এবং আসামীদের বিচারের দাবীতে ময়মনসিংহে হেযবুত তওহীদের মানববন্ধন

গুজব ছড়িয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের দুই সদস্যকে হত্যার প্রতিবাদে এবং মামলার আসামিদের বিচারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ।

আজ ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সি কে ঘোষ রোডস্থ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন করেছে সংগঠনের নেতাকর্মীরা।

<<ময়মনসিংহ টিভির গুগল নিউজ চ্যানেলে ফলো করুন >>

ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের মহানগর শাখার সভাপতি সাদ্দানুর রহমান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।

আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রাজনৈতিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ রানা, সদর উপজেলা সভাপতি সাদ্দানুর রহমান শান্ত,জেলা আইন বিষয়ক সম্পাদক শরীফ সাইফুদ্দিন আহমেদ পারভেজ,জেলা সহকারী নারী নেত্রী মাহবুবা আক্তার, ভালুকা উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক,সদর উপজেলা সভাপতি আবু রায়হান প্রমূখ।

আরও পড়ুন >> কোতোয়ালী পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বক্তারা বলেন, বিগত ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে হাত পায়ের রগ কেটে,চোখ উপড়ে,জবাই করে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং অতি দ্রুত আসামীদের বিচার কার্যক্রম শুরু করার দাবীতে আজ আমরা রাস্তায় দাঁড়িয়েছি।

নোয়াখালীর সোনাইমুড়িতে ধর্মব্যবসায়ীদের হত্যাযজ্ঞের ৭ বছর পেরিয়ে গেলেও এর বিচার শুরু হয়নি,যা অত্যান্ত দুঃখজনক। এমন নির্মম পৈশাচিক হত্যাকান্ডের বিচার এভাবে ঝুলে থাকতে পারে না। বিচারের দীর্ঘসুত্রিতার ফলে আসামীরা এখন বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।

শেয়ার করুন :

One thought on “হত্যার প্রতিবাদে এবং আসামীদের বিচারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *