আজ ২১ জানুয়ারি শনিবার ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের ১.২.৩.৪.৫.৬.৭. নং ওয়ার্ড শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর ও জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক কে সংবর্ধণা দেওয়া হয়েছে।
শনিবার ২১ জানুয়ারী বিকালে নগরের আনন্দ মোহন কলেজ মাঠে এই সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।
ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সংবর্ধিত জেলা আওয়ামীলীগের সভাপতি মো: এহতেশামুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্তকে সংবর্ধণা দেওয়া হয়েছে।
প্রধান অতিথি শরীফ আহমেদ এমপি বলেন আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে । জনগনের জন্য তিনি রাতদিন কাজ করে যাচ্ছেন । করোনাকালীন দেশবাসী কে বিনামূল্য টিকা দিয়েছেন । জনগনকে প্রনোদনা, মুখে খাবার তুলে দিয়েছেন। যা পৃথিবীর ইতিহাসে নজির হয়ে থাকবে।।
সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনিরুল ইসলাম ভুট্রো ।
আরও পড়ুন : ফুলপুর থানা বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, এডভোকেট ফরিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মনতাজ উদ্দিন মন্তা, গোলাম ফেরদৌস জিল্লু, অধ্যাপক দিলরুবা শারমিন, আনোয়ারা খাতুন সহ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা, মহানগর, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্হিত ছিলেন।