ব্রিটিশ শাসনামলে অবিভক্ত ভারতবর্ষ এবং অবিভক্ত বাংলার সবচেয়ে বড় জেলা ছিল ময়মনসিংহ ।
কালক্রমে ময়মনসিংহকে ভেঙ্গে ১৯৬৯ সালে টাংগাইল, ১৯৭৮ সালে জামালপুর, ১৯৮৪ সালে শেরপুর, ১৯৮৪ সালে নেত্রকোণা, ১৯৮৪ সালে কিশোরগঞ্জ জেলা গঠন করা হয়।
অপরদিকে ব্রিটিশ শাসনামলে ভৌগলিক অবস্থানগত কারণে ময়মনসিংহ জেলার সিরাজগঞ্জ মহকুমাকে ১৮৪৫ সালে পাবনা জেলার সাথে অন্তর্ভূক্ত এবং বেশ কয়েকটি পরগণাকে সিলেট, ঢাকা ও রংপর জেলার অন্তর্ভূক্ত করা হয়।
আর একারণেই ময়মনসিংহকে বৃহত্তর ময়মনসিংহ নামে ডাকা হয়।
বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো যে, বৃহত্তর ময়মনসিংহজেলা ছিল তৎকালীন বৃহত্তর জেলাগুলোর মাঝে বৃহত্তম।
বি:দ্র : মানচিত্রে সিলেট জেলা না থাকার কারণ হলো তৎকালীন সময় বৃহত্তর সিলেট জেলা আসাম রাজ্যের অন্তর্ভূক্ত ছিল।
আরও পড়ুন >> রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের বাজার মনিটরিং কার্যক্রম
—————————————————————
১৮৬১ সালের আদমশুমারী অনুযায়ী তৎকালীন ময়মনসিংহজেলার তথ্যাদি নিম্মরূপ :
জেলার নাম : ময়মনসিংহ জেলা
প্রতিষ্ঠা সাল : ১৭৮৭ সালের ১ লা মে
আয়তন : ১৬,১৬৯.৫১৯ বর্গ কি.মি
জনসংখ্যা : ২৩,৫৪,৭৯৪ জন।
—————————————————————
তথ্যসূত্র : উইকিপিডিয়া