ময়মনসিংহে চোরাইকৃত ৫ লাখ টাকা স্বর্ণলংকার উদ্ধার

ময়মনসিংহ কোতোয়ালি থানার মাধ্যমে চুরি হয়ে যাওয়া স্বর্ণলংকার উদ্ধার করা হয়। ময়মনসিংহ নগরের ইটাখলা রোড গত ৯ জানুয়ারী বিকালে জৈনক আবুল মনসুরের বাড়ীতে চুরি সংঘটিত হয়।

ঐ সময় আবুল মনসুরসহ তার পরিবার ঢাকায় ছিলেন। চোর দিনের বেলায় বাসার মেইন গেইট টপকে বাসা ও রুমের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায়। চুরির সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এসআই নিরুপম নাগসহ ৪ সদস্য তদন্ত কমিটি করেদেন।

তদন্ত কমিটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুততম সময় আসামী মাহফুজুর রহমান তুহিন (২০) কে সনাক্ত করে তাকে গ্রেফতার করে দুইদিনের রিমান্ডে আনেন।

আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারই তথ্যের ভিক্তিতে গত ১৯ জানুয়ারী চোরাইকৃত মালামালের মধ্যে ১ টি স্বর্ণের আংটি, ১টি জোড়া স্বর্ণের বালা, ১টি স্বর্ণের চেইন ও নগদ ৫ লক্ষ টাকা স্বর্ণলংকার উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ময়মনসিংহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কে সংবর্ধনা

চোর মাহফুজুর রহমান তুহিন আকুয়া চুকাইতলা বড়বাড়ী মো: জুয়েল মিয়ার ছেলে। সে একজন দুর্ধষ চোর । তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাদিক মামলা রয়েছে বলে ওসি শাহ কামাল আকন্দ জানান।
আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন :

One thought on “ময়মনসিংহে চোরাইকৃত ৫ লাখ টাকা স্বর্ণলংকার উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *