ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধাদের ৯ দফা দাবী

ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধাদের ৯ দফা দাবী বাস্তবায়ন করতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

ময়মনসিংহ, ২৬ জুন: মহান মুক্তিযুদ্ধের সূর্যসন্তান, ময়মনসিংহ জেলার বীর মুক্তিযোদ্ধারা আজ তাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি পূরণের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।

সংবাদ সন্মেলনে শুরুতেই সূচনা বক্তব্য পেশ করেন অনুষ্ঠিত সংবাদ সন্মেলনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছাদেকুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল পাশা।

মুক্তিযোদ্ধাদের ৯ দফা দাবী:

  1. বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা শব্দ লিপিবদ্ধকরণ
  2. মাসিক সন্মানিভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধি এবং সমান ৫ টি উৎসব বোনাস প্রদান
  3. মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠান
  4. সন্তান ও নাতি-নাতনদের জন্য ৩০% কোটা পূর্ণায়ন
  5. মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন সংসদে পাশ
  6. হটলাইন ও পারিবারিক রেশন ব্যবস্থা
  7. বিনা সুদে 50 লাখ টাকা ব্যাংক ঋণ ও হজ্জ/তীর্থযাত্রা
  8. ১লা ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা এবং ‘প্রাইডফোর্স’ হিসেবে গেজেট প্রকাশ
  9. বধ্যভূমি, কবরস্থান, শ্মশান সংরক্ষণ

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম সরকার। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব জিয়া উদ্দিন আহমেদ,সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন ।

মুক্তিযোদ্ধাদের ৯ দফা দাবী
সংবাদ সম্মেললে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা 

জনাকীর্ণ সংবাদ সন্মেলনে এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেলওয়ে প্রাতিষ্ঠানিক থানা কমান্ডের কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুসাঈদ পালোয়ান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদুুজ্জামান খান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিয়া উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল খায়ের চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা বাবু সিতারাম,মোঃ আবু তাহের,বাবু তপন সাহাসহ বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান।

আরও পড়ুন >> ময়মনসিংহের আলোচিত সৌরভ হত্যা কান্ডের প্রধান আসামী গ্রেফতার

সংবাদ সন্মেলন শেষে সকল বীর মুক্তিযোদ্ধাগন ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে ৯ দফা দাবী সম্মিলিত স্মারক লিপিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *