ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজি দূর্ঘটনা : নিহত ৭

আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের আলালপুরে মুখোমুখি বাস-সিএনজি দূর্ঘটনা ঘটে। সিনজিতে থাকা ৭ আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এলাকার প্রত্যক্ষদর্শীদের থেকে ঘটনার বিবরণ জানতে চাইলে বলেন, ময়মনসিংহ থেকে শেরপুরের উদ্দেশ্যে যাওয়া আদিল সরকার পরিবহন নামক একটি বাস এবং ময়মনসিংহের উদ্দেশ্যে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয় এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে অনেকটা বাসের নিচে চলে যায়। এতে করে সিএনজিতে থাকা শিশুসহ ৭ জন আরোহীর কেউ সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি। সিএনজিটি তারাকান্দা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সিএনজিটি সামনের একটি গাড়িকে অভারটেক করতে গেলে তখন বিপরীত দিক থেকে আসা বাস সিএনজিটিকে চাপা দেয়।

খবর পেয়ে এলাকাবাসী এবং ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ লাশগুলোকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার ঘন্টাখানেক পরে উদ্ধারকাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

আরও পড়ুন >> শুভ জন্মদিন ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন

নিহতদের স্বজনরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌছেছেন বলে জানা যায়। সিএনজিতে থাকা একই পরিবারের যে তিনজন সদস্য রয়েছেন তাদের স্বজনদের সাথে কথা বলে জানা যায় নিহতদের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। সিএনজি চালকের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তবে সিএনজিতে থাকা অন্যান্যদের পরিচয় সম্পর্কে এখনো জানা যায়নি।

বাস-সিএনজি দূর্ঘটনা ঘটার পর ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের যানচলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল তবে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক, এবং তিনি জানায় ঘটনাটির একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তাদের সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *