ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মৃত্যু মা ও শিশুর

আজ ২৫ ফেব্রুয়ারি রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের সানকিপাড়া কলেজ রোড রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে মা ও শিশুর।

নিহত মহিলার নাম তানিয়া এবং তার কোলে থাকা ১৮ মাস বয়সী সন্তানের নাম রাইসা মনি। নিহত তানিয়ার শশুড় বাড়ী ময়মনসিংহ নগরীর বাদে কলপা এলাকায়। তার স্বামীর নাম মুস্তাকিম, তিনি পেশায় টাইলস মিস্ত্রি। শশুড়বাড়ীর এক সদস্যের থেকে জানা যায়, মৃত তানিয়া সকালে রান্না শেষ করে তার মেয়ে রিয়া মনিকে ডাক্তার দেখানোর কথা বলে বেরিয়ে পড়ে সকাল ১০ টা সময়। শশুড় বাড়ির লোকেদের কথ্যমতে তানিয়ার মানসিক সমস্যা ছিল। তারা আরও বলেন, তানিয়া এর আগেও কয়েকবার আত্ম*হত্যা করার চেষ্টা করেছিলেন।

তবে তানিয়ার বাপের বাড়ির কারো সাথে এখনো যোগাযোগ করা যায়নি। ঘটনার সঠিক সত্যতা পুলিশের  তদন্তের মাধ্যমে জানা যাবে।

প্রাথমিকভাবে ঘটনাস্থলের একটি সি.সি. টিভির ফুটেজ থেকে দেখা যায় যে বোরকা পরিহিত একটি মহিলা একটু শিশুকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি লোকাল ট্রেন জামালপুরের দিকে যাচ্ছিল/আসছিল। ট্রেনটি মহিলার যখন খুব কাছে এসে পড়ে ঠিক তখনি বাচ্চাসহ মহিলাটি ট্রেনের সামনে রেললাইনে শুয়ে পড়ে আত্ম*হত্যা করে। ঘটনাস্থলেই মা ও শিশুর ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটে।

সিসি টিভি ফুটেজটি দেখতে ক্লিক করুন>>

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জামালপুরগামী লোকাল ট্রেনের সামনে শিশুসহ মহিলাটি রেললাইনে শুয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে তবে মৃত্যুর কারন এবং নিহত মহিলা ও শিশুটির পরিচয়  এখনো জানা যায় নি। তদন্তের মাধ্যমে বিস্তারিত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন >> ময়মনসিংহ স্টেশনে যাত্রীকে ছুড়িকাঘাত করা আসামী গ্রেফতার

 

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *