ময়মনসিংহে গ্রেপ্তার হওয়া আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ( আরসা ) ৪ সদস্যসহ মোট ১০ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার জব্দের কথা উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে র্যাবের সুবেদার হারুন অর রশিদ সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন— হাসান, আসমাউল হোসনা, শাহিদ, শাহিনা, সোনোয়ারা, আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ ও আসমতউল্লাহ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ মার্চ) রাতের দিকে ময়মনসিংহ শহরের নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলা এ ব্লক থেকে দুই শিশুসহ ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন আরসা সদস্য মনিরুজ্জামান মনির ছিলেন, যিনি নিজেকে তার বাবা পরিচয়ে ওই বাসায় ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

আরও পড়ুন >> তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন ময়মনসিংহ এবং ৬ জন নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে। তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য পরিকল্পনা করছিলেন। বর্তমানে এই আসামিরা নারায়ণগঞ্জে অবস্থান করছেন।