গত ৪ ডিসেম্বর রবিবার ময়মনসিংহের কাচারি ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে ভেসে আসে সতেরো বয়সী এক কিশোরের লাশ।
মরদেহটি তানজিল হোসেন নামের ১৭ বয়সী এক কিশোরের যিনি জামালপুর সদর উপজেলার পাথুলিয়া গ্রামের আব্দুল্লার ছেলে।কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মৃত তানজিল হোসেন গত ২ ডিসেম্বর জামালপুর সদর উপজেলার পাথুলিয়া গ্রাম থেকে ময়মনসিংহের আঞ্চলিক ইজতেমার উদ্দেশ্যে আসেন।বিকেলের পর থেকে পরিবাবের লোকজন তার ফোন বন্ধ পাওয়ায় দুশ্চিন্তায় পড়ে যায় এবং খোঁজাখুঁজি শুরু করে।এক পর্যায়ে গত ৪ ডিসেম্বর তানজিলের লাশ ব্রহ্মপুত্রের পাড়ে খুঁজে পাওয়া যায়।
রবিবার কাচারি ঘাট ব্রহ্মপুত্রের পাড়ে একটি কিশোরের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা কোতোয়ালি থানায় খবর দেয় এবং পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ নেওয়া হলে চিকিৎসক তানজিলকে মৃত ঘোষণা করেন। পরে লাশটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন : ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত