গভ. ল্যাব হাই স্কুল এর এসএসসি রেজাল্ট ২০২২

আজ প্রকাশিত এসএসসি রেজাল্ট গভ. ল্যাব হাই স্কুল ময়মনসিংহের এর ফলাফল বিশ্লেষণ ও বিস্তারিত দেখুন।

গভ. ল্যাব হাই স্কুল ময়মনসিংহের এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২৪ জন। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২২ জন। ২২২ জন পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১৬ জন পরীক্ষার্থী।এবং জিপিএ ৫ পেয়েছেন মোট ১৫৮ জন পরীক্ষার্থী।

এ বছর গভ. ল্যাব হাই স্কুল ময়মনসিংহের এসএসসি পরীক্ষায় পাশে হার ৯৭.৩০ শতাংশ। দুটি বিভাগ থেকে যথাক্রমে ব্যাবসায়ী ও বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দেয়। গভ. ল্যাব হাই স্কুলে বিজ্ঞান শাখা থেকে এ বছর উত্তীর্ণ হন ১৯৪ জন পরীক্ষার্থী, যাএ মধ্যে ১৫৭ জন জিপিএ ৫ পেয়েছে।এবং বিজ্ঞান শাখায় ফেল করেছেন ৩ জন পরীক্ষার্থী।  ব্যাবসায়ী শাখা থেকে উত্তীর্ণ হয়েছে ২২ জন পরীক্ষার্থী,  যার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ জন পরীক্ষার্থী। এবং উত্তীর্ণ হতে পারেনি ৫ জন পরীক্ষার্থী।

রোল নাম্বার সহ রেজাল্ট শিট দেখে নিন :

Screenshot-2022-11-28-15-28-54-28-e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

রেজাল্ট বিশ্লেষণ :

গত বছরের গভ. ল্যাব হাই স্কুল ময়মনসিংহের এসএসসি রেজাল্ট এর সাথে পাশের হার এবং জিপিএ ৫ এর হার এর তুলনা করে দেখা যায় গত বছর থেকে এ বছর পাশের হার এবং জিপিএ ৫ এর হার উভয়ই কমেছে। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪২ জন, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৩৮ জন এবং জিপিএ ৫ এর সংখ্যা ১৭৪ জন। এ বছর উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২২২ জন এবং জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ১৫৮ জন।

[History] Passed vs Not Passed (Among Appeared) (% of GPA 5 among passed)
Year Appeared Passed % of Pass GPA 5 % of GPA 5
2022 222 216 97.3 158 73.15
2021 242 238 98.35 174 73.11
2020 234 229 97.86 157 68.56
 

আরও পড়ুন : ময়মনসিংহ জিলা স্কুল এ পাশের হার ১০০ শতাংশ

এ বছর ময়মনসিংহ বোর্ডে সহ মোট নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি।

তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষার্থীরা http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানতে পারবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ- SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ- DAKHIL MAD 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *