ময়মনসিংহ সিলেট রেল যোগাযোগ ব্যাবস্থা এবং এই রুটে স্বাধীন ট্রেন চলাচল দুই বিভাগের একটি অন্যতম সংযোগ হবে।
বাংলাদেশে দশটি বড় শহরের মধ্যে সিলেট ও ময়মনসিংহ অন্যতম।
আমরা সিলেটকে City Of Tourist হিসেবে জানি ও ময়মনসিংহ কে City Of Education.
আবার বাংলাদেশের ৮টি বিভাগীয় শহরের মধ্যে,সিলেট, ময়মনসিংহ দুটিই বিভাগীয় শহর।
এই দুইটি বিভাগীয় শহরের মধ্যে একটি আন্তঃনগর
ট্রেন চালুর জন্য ময়মনসিংহ ও সিলেটবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।
অথচ বাংলাদেশ রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ লাভজনক রুট হবে জেনেও প্রস্তাবিত সিলেট-ময়মনসিংহ রুটে স্বাধীন এক্সপ্রেস ট্রেনটি চালু করছে না ইঞ্জিন সংকট কোচ সংকট লোকবল সংকট দেখিয়ে।
কিন্তু ঠিকই ক্ষমতার পাওয়ারে কিছু এলাকায় পর্যাপ্ত ট্রেন থাকার পর ট্র্যাফিক জ্যাম বাড়িয়ে অপ্রয়োজনীয় ট্রেন চালু হয়েছে, যার ফলাফল বছরের পর বছর যাত্রী শুন্য।এমনকি ঈদ মৌসুমেও অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছে।
“জাগ্রত ময়মনসিংহ” টিম কিছু ময়মনসিংহবাসীর সাথে কথা বলে জানতে পারেন ময়মনসিংহ সিলেট রেল যোগাযোগ , ভ্রমন অথবা প্রয়োজনীয় কাছে খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ময়মনসিংহ-সিলেট ট্রেন যোগাযোগ ব্যাবস্থা।
Also Read : বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় রেলমন্ত্রী আপনাদের সকলের কাছে ময়মনসিংহ ও সিলেটবাসীর অনুরোধ, স্বাধীন এক্সপ্রেস ট্রেনটি চালু করে ময়মনসিংহ সিলেটের মানুষের মধ্যে, যাতায়াত ব্যবস্থা জনবান্ধব করা।